পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Ꮤ%Ꮼ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা এইরূপ বলিয়া, জোসেফ তাহার লিখিত খতখানি সন্নিহিত জ্বলন্ত অনলে নিক্ষিপ্ত করিলেন । জোসেফের দয়া ও সৌজন্য দর্শনে চমৎকৃত হইয়া, তিনি তাহাকে ধন্যবাদ করিতে লাগিলেন । কিয়ৎ দিন পরে, এই ব্যক্তি, অল্প বেতনে, কোনও কৰ্ম্মে নিযুক্ত হইলেন, এবং তাহাতেই কোনও রূপে, দিনপাত করিতে লাগিলেন। সচ্ছল অবস্থায়, তিনি অনেকের আনুকূল্য করিতেন, এবং আত্মীয়, স্বজন প্রভৃতিকে মধ্যে মধ্যে আহার করাইতেন । আয়ের খৰ্ব্বত বশতঃ এক্ষণে সেরূপে চলা তাহার ক্ষমতার বহির্ভূত ; কিন্তু এরূপ করিতে না পারিলে, র্তাহার অসুখের সীমা থাকিত না। আত্মীয়ের, অথবা অন্তবিধ লোকে, তাহার আলয়ে আহার করিবার অভিপ্রায় প্রকাশ করিলে, তিনি অস্বীকার করিতে পারিতেন না ; তাহারা উপস্থিত হইলে, তদীয় ভূত্য, জোসেফের নিকটে গিয়া, এই বৃত্তান্ত জানাইত। জোসেফু তৎক্ষণাৎ আবশ্বক আহারসামগ্ৰী পাঠাইয়া দিতেন । এইরূপ, তাহার যখন যাহ আবশ্যক হইত, জোসেফ্‌ আহলাদিতচিত্তে, তাহার সমাধান করিয়া দিতেন । অমায়িকতা ও উদারচিত্তত হলষ্টিন নগরে, রূশিয়া রাজ্যের এক দল অশ্বারোহী সৈন্য থাকিত। ঐ সৈন্যদলের বার নামক অধ্যক্ষ, সাতিশয় কাৰ্য্যদক্ষ ও অসাধারণ ক্ষমতাপন্ন বলিয়া, বিলক্ষণ খ্যাতিলাভ করিয়াছিলেন । কিন্তু, তিনি, কোন দেশে, কোন বংশে জন্মগ্রহণ করিয়াছেন, তাহ কেহই জানিত না । লুসম নামক নগরে অবস্থিতিকালে, তিনি যেরূপ আত্মপরিচয় দিয়াছিলেন, তাহাতে ব্যক্তিমাত্রেই চমৎকৃত ও আহলাদিত হইয়াছিলেন। এক দিন সৈন্যসংক্রান্ত কৰ্ম্মচারিগণ ও আর কতকগুলি ভদ্র লোক, তদীয় আলয়ে আহার করিবার নিমিত্ত, নিমন্ত্রিত হইয়াছিলেন। ঐ নগরে এক ব্যক্তি সামান্য ব্যবসায় অবলম্বন পূর্বক কথঞ্চিৎ জীবিকানিৰ্ব্বাহ করিতেন। সেনাপতি বার, এক সহকারী কৰ্ম্মচারী দ্বার, ঐ ব্যক্তিকে বলিয়া পাঠাইলেন, আজ অমুক সময়ে আপনি সস্ত্রীক, আমার আবাসে আসিবেন । সেনাপতি কি জন্য আহবান করিলেন, তাহ বুঝিতে ন পারিয়া, তিনি অতিশয় ভয় পাইলেন। তাহার আদেশ লঙ্ঘিত হওয়া উচিত নহে, এই বিবেচনায়, তিনি সস্ত্রীক, তদীয়