পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Ꮼbr বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা বোধ করিয়াছেন ; আমি আপনকার সেই সহোদর। কল্য আমরা সকলে আপনকার আলয়ে আহার করিব। এই বলিয়া, তিনি তাহদের স্ত্রীপুরুষকে, সবিশেষ সম্মানপূর্বক, বিদায় দিলেন ; এবং যাহাতে তদীয় আলয়ে আহারক্রিয়, সুচারুরূপে সম্পন্ন হয়, তাহার যথোপযুক্ত ব্যবস্থা করিয়া দিবার নিমিত্ত, আদেশপ্রদান করিলেন । এইরূপে আত্মপরিচয় প্রদান করিয়া, মহামতি সেনাপতি, স্বীয় জ্যেষ্ঠ সহোদরের সাংসারিক ক্লেশের, সৰ্ব্বতোভাবে নিবারণ করিলেন । তদবধি, তাহার জ্যেষ্ঠ সৰ্ব্বত্র মান্ত হইয়া, সুখে ও স্বচ্ছন্দে সংসারযাত্রা সম্পন্ন করিতে লাগিলেন। সেনাপতির ঈদুশ ব্যবহার দর্শনে চমৎকৃত হইয়া, তত্ৰত্য সমস্ত লোক, মুক্তকণ্ঠে সাধুবাদপ্রদান করিয়াছিলেন। যথার্থবাদিত ও অকুতোভয়ত৷ প্রসিদ্ধ সাহসী চতুর্থ এলনজে, যৌবনকালে পোৰ্ত্ত গালের রাজসিংহাসনে অধিরূঢ় হয়েন । তিনি সাতিশয় মৃগয়াসক্ত ছিলেন, এবং মৃগয়ার আমোদেই, সমস্ত সময় অতিবাহিত করিতেন। আপনার সম্পূর্ণ আধিপত্য করিতে পারিবেন, এই অভিপ্রায়ে, তদীয় প্রিয়পাত্রের, মৃগয়ার গুণকীৰ্ত্তন করিয়া, তাহাকে মৃগয়াতে উৎসাহিত করিতেন । মৃগয়ার অনুরোধে, তিনি নিয়ত অরণ্যে অবস্থিতি করিতেন ; রাজকাৰ্য্যে একেবারেই মনোযোগ দিতেন না ; তাহাতে রাজকাৰ্য্যনিৰ্ব্বাহ বিষয়ে বিলক্ষণ বিশুঙ্খলা ঘটিতে লাগিল । কিছুদিন পরে, গুরুতর কার্য্যবিশেষের অনুরোধে, তাহাকে রাজধানীতে উপস্থিত হইতে হইল। র্তাহার উপস্থিতির পূৰ্ব্বে, রাজ্যের প্রধান লোকের ও রাজমন্ত্রীরা, সভাভবনে সমবেত হইয়া, তদীয় আগমনের প্রতীক্ষা করিতেছিলেন । তিনি, সভাভবনে প্রবিষ্ট ও সিংহাসনে উপবিষ্ট হইয়াই, একমাস অরণ্যে থাকিয়া, মৃগয়ার আমোদে, কেমন সুখে কালযাপন করিয়াছেন, আহলাদে উন্মত্তপ্রায় হইয়া, তাহার সবিশেষ বর্ণন করিতে লাগিলেন ; যে কার্য্যের অনুরোধে, তাহাকে রাজধানীতে আসিতে হইয়াছে, তাহার একবারও উল্লেখ করিলেন না। তাহার বাক্য সমাপ্ত হইলে, এক অতি প্রধান সন্ত্রান্ত লোক দণ্ডায়মান হইলেন, এবং বলিলেন, রাজসভা ও রণক্ষেত্র রাজাদের নিমিত্ত নিরূপিত হইয়াছে ; বন জঙ্গল