পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অদ্ভূত অমায়িকত সম্রাটু দ্বিতীয় জোসেফু অতিশয় অমায়িক ও নিরহঙ্কার ছিলেন ; সৰ্ব্বদ সৰ্ব্ববিধ লোকের সহিত, আলাপ করিতেন ; সম্রাটুপদে প্রতিষ্ঠিত বলিয়, অহঙ্কারে মত্ত হইয়া, কাহাকেও হেয়ঞ্জান করিতেন না । তিনি একদা ফ্রান্সের রাজধানী পারী নগরে গমন করিয়াছিলেন। তথায় তিনি প্রচ্ছন্নবেশে, পান্থনিবাসে (৩) গিয়া, সকল লোকের সহিত, নিতান্ত অমায়িকভাবে, কথোপকথন করিতেন । একদিন, তিনি, এক ব্যক্তির সহিত সতরঞ্চ খেলিতে বসিলেন। প্রথম বাজিতে তাহার হার হইল। সম্রাট আর এক বাজি খেলিবার ইচ্ছাপ্রকাশ করিলে, সে ব্যক্তি বলিলেন, মহাশয়, অামায় মাপ করিবেন ; আমি আর খেলিতে পারিব না। শুনিয়াছি, অদ্য সম্রাট রঙ্গভূমিতে যাইবেন, আমি তাহাকে দেখিবার জন্য তথায় যাইব । তখন তিনি বলিলেন, আপনি, সম্রাটকে দেখিবার নিমিত্ত এত ব্যগ্র হইয়াছেন কেন ; তাহাকে দেখিলে, আপনার কি লাভ হইবে, বলুন। আমি আপনাকে অবধারিত বলিতেছি, তাহাতে ও অন্ত অন্য ব্যক্তিতে, কোনও অংশে, কিঞ্চিম্মাত্র প্রভেদ নাই। তখন সে ব্যক্তি বলিলেন, যা হউক না কেন ; সম্রাট অতি প্রসিদ্ধ প্রধান লোক ; তাহাকে দেখিবার নিমিত্ত, অনেক দিন অবধি, আমার অনিবাৰ্য্য কৌতুহল জন্মিয়া আছে ; নিকটে পাইয়াও, যদি তাহাকে একবার না দেখি, তাহা হইলে, আমার মনে অত্যন্ত ক্ষোভ থাকিবে। তাহার এইরূপ ব্যগ্রতা দেখিয়া, সম্রাটু বলিলেন, আপনার রঙ্গভূমিতে যাইবার কি এই একমাত্র উদ্দেশ্য ? তিনি বলিলেন, হা মহাশয়, বাস্তবিক, আমার এতদ্ভিন্ন আর কোনও উদ্দেশ্য নাই। তখন সম্রাট বলিলেন, আসুন, আমরা আর এক বাজি খেলি ; ও জন্য, আর আপনকার ক্লেশস্বীকার করিয়া, রঙ্গভূমিতে যাইবার প্রয়োজন নাই। যাহাকে দেখিবার নিমিত্ত, তথায় যাইতে ব্যগ্র হইয়াছেন, সে ব্যক্তি এই আপনকার সম্মুখে উপস্থিত রহিয়াছে। এই কথা শ্রবণমাত্র, অতিমাত্র, চকিত ও চমৎকৃত হইয়া, তিনি তৎক্ষণাৎ দণ্ডায়মান হইলেন ; এবং সাতিশয় সম্মান সহকারে, অভিবাদন করিয়া, কৃতাঞ্জলি হইয়া, নিতান্ত বিনীত বচনে, নিবেদন করিলেন, মহালাজ, আপনাকে সামান্ত ব্যক্তি স্থির করিয়া, সমকক্ষ ভাবে কথোপকথন করিয়াছি, এবং আপনকার সহিত খেলিতে বসিয়াছি; ইহাতে আমার (৩) পান্থনিবাস—পথিকদিগের অবস্থিতির স্থান