পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—দ্বিতীয় ভাগ 8ፃ¢ লইয়া, আমার সঙ্গে আসুন। আপনি ভয় পাইবেন না ; আমার দুষ্ট অভিসন্ধি নাই ; তাহা থাকিলে, আমি এই দণ্ডে, আপনকার প্রাণসংহার করিতে পারিতাম। তবে, আমি আপনাকে, কি জন্য কোথায় লইয়া যাইতেছি, এখন তাহ ব্যক্ত করিব না। তদীয় ঈদৃশ বাক্য শ্রবণে, সাহসী হইয়া, বন্দুক, বারুদপাত্র ও ভোজ্যাধার লইয়া, তিনি র্তাহার সমভিব্যাহারী হইলেন । কতিপয় দিনের পর, তাহার এক উচ্চ পাহাড়ের উপর উপস্থিত হইলেন, এবং, কিয়ৎ দূরে কতকগুলি গৃহ দেখিতে পাইলেন । সেখানে কৃষিকৰ্ম্ম হইয়া থাকে, তাহারও লক্ষণ লক্ষিত হইল। তখন, আমেরিকার আদিমনিবাসী তাহাকে জিজ্ঞাসা করিল, যে স্থানে লোকের বসতি দৃষ্ট হইতেছে, আপনি ঐ স্থানের নাম জানেন ? তিনি বলিলেন, উহার নাম লিচুফিল্ড ; ঐ স্থানে আমার বাস ছিল। এই কথা শুনিয়া, আমেরিকার আদিমনিবাসী বলিল, আপনকার স্মরণ হইবে কি না, বলিতে পারি না ; কিছু দিন পূৰ্ব্বে, আমি অতিশয় ক্ষুধাৰ্ত্ত হইয়া, এক পান্থনিবাসে গিয়া, সেই পান্থনিবাসের কত্রীর নিকটে আহারপ্রার্থনা করি । তিনি, যথেষ্ট ভৎসন করিয়া, আমায় তাড়াইয়া দেন। আমি নিরাশ হইয়া চলিয়া যাই ; এমন সময়ে, আপনি দয়া করিয়া, নিজব্যয়ে আহার করাইয়া, আমার প্রাণরক্ষা করিয়াছিলেন । আমি, পস্থিনিবাস হইতে, প্রস্থানকালে, আপনাকে বলিয়াছিলাম, আপনি আমার যে উপকার করিলেন, আমি কস্মিন কালেও, তাহ বিস্মৃত হইব না। আমি শুনিতে পাইলাম, আপনি নিরুদ্ধ হইয়া, দাসরূপে অবস্থিতি করিতেছেন। আপনকার দাসত্বমোচনের জন্তা, আমি আপনাকে এখানে আনিয়াছি। ঐ আপনকার বাসস্থান ; উহা অধিক দূরবর্তীও নহে ; আপনি স্বচ্ছন্দে প্রস্থান করুন। আমি আপনকার নিকট বিদায় লইতেছি । এই বলিয়া, সে প্রস্থান করিল। তিনিও তাহার দয়ায়, দাসত্বমুক্ত হইয়া, নিবিঘ্নে, আপন বাসস্থানে উপস্থিত হইলেন, এবং সেই অসভ্যজাতীয় ব্যক্তির দয়া, সৌজন্য ও সদ্ব্যবহার দর্শনে, নিরতিশয় প্রীত ও চমৎকৃত হইয়া, মুক্তকণ্ঠে তাহার প্রশংসাকীৰ্ত্তন করিতে লাগিলেন । প্রত্যুপকার সুপ্রসিদ্ধ রোম নগরে এগ্রিপ্পা নামে এক ব্যক্তি ছিলেন। র্তাহার এক ভূত্য, তৎকালীন সম্রাট, টাইবিরিয়সের নিকটে গিয়া, এই অভিযোগ করিল, আমার প্রভু