পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ᏄᏬ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা এগ্রিপ্পা, সতত, আপনকার, যার পর নাই, কুৎসাকীৰ্ত্তন করিয়া থাকেন । সম্রাট, শুনিয়া অতিশয় ক্রুদ্ধ হইলেন, এবং তাহাকে লোহশূঙ্খলে বদ্ধ করিয়া, রাজভবনের সম্মুখে দাড় করাইয়া রাখিতে আজ্ঞা দিলেন । গ্রীষ্মকালে, মধ্যাহ্ন সময়ে, রৌদ্রে অধিকক্ষণ দাড়াইয়া, এগ্রিপ্পা পিপাসায় অতিশয় কাতর হইলেন । সেই সময়ে, কেলিগুলা নামক এক সন্ত্রান্ত ব্যক্তির ভূত্য থমাষ্টস, জলের কুজ লইয়া, ঐ স্থান দিয়া, চলিয়া যাইতেছিল। তাহার হস্তে জলের কুজ দেখিয়া, পিপাসাৰ্ত্ত এগ্রিপ্পা তাহাকে নিকটে আসিতে বলিলেন । সে নিকটবৰ্ত্তী হইলে, তিনি, অতি কাতরভাবে, বিনীত বচনে, পানার্থে জলপ্রার্থনা করিলেন । সে সাতিশয় সৌজন্যপ্রদর্শনপূর্বক, জলের কুজটি তাহার হস্তে দিল । তিনি, ইচ্ছানুরূপ জলপান করিয়া, পিপাসার শাস্তি করিলেন, এবং সাতিশয় প্রীত ও আহলাদিত হইয়। বলিলেন, দেখ থমষ্টিস, আজ তুমি আমার যে উপকার করিলে, তাহ। আমি কখনও ভুলিতে পারিব না। যে বিপদে পড়িয়াছি, যদি তাহা হইতে নিস্কৃতি পাই, আমি তোমায় যথোচিত পুরস্কার করিব । কিছু দিন পরেই, সম্রাটু টাইবিরিয়সের মৃত্যু হইল। কেলিগুলা সম্রাট্রপদে প্রতিষ্ঠিত হইলেন । তিনি, সিংহাসনে অধিরূঢ় হইয়াই, এগ্রিপ্পাকে কারাগার হইতে মুক্ত ও জুডিয়াপ্রদেশের রাজপদে প্রতিষ্ঠিত করিলেন । এইরূপে, অতি উচ্চপদে অধিরূঢ় হইয়াও, এগ্রিপ্পা, থমাষ্টসের কৃত উপকার ভুলিয়া যান নাই। তিনি থমষ্টিসকে ডাকিয়া পাঠাইলেন, এবং সে উপস্থিত হইবামাত্র, তাহাকে, উচ্চ বেতনে, স্বীয় সাংসারিক সমস্ত ব্যাপারের অধ্যক্ষতাপদে প্রতিষ্ঠিত করিলেন । প্রত্যুপকার আলি ইবন আব্বস নামে এক ব্যক্তি, মামুন নামক খলীফার প্রিয়পাত্র ছিলেন। তিনি বলিয়া গিয়াছেন, আমি একদিন অপরাহুে, খলীফার নিকট বসিয়া আছি ; এমন সময়ে, হস্তপদবদ্ধ এক ব্যক্তি র্তাহার সম্মুখে নীত হইলেন। খলীফ, আমার প্রতি এই আজ্ঞা করিলেন, তুমি এ ব্যক্তিকে, আপন আলয়ে লইয়া গিয়া, রুদ্ধ করিয়া রাখিবে, এবং কল্য আমার নিকটে উপস্থিত করিবে ; তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীতি হইল, তিনি ঐ