পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8tro বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা হইলাম। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন। বলিতে গেলে, তোমা হইতেই তাহার প্রাণরক্ষা হইল। এক্ষণে র্তাহাকে অবিলম্বে এই শুভসংবাদ দাও, ও অামার নিকটে লইয়া আইস । এই কথা শুনিয়া, আহলাদসাগরে মগ্ন হইয়া, আমি সত্বর গৃহে প্রত্যাগমন পূর্বক, তাহাকে খলীফার সম্মুখে উপস্থিত করিলাম। খলীফা, অবলোকনমাত্র, প্রতিপ্রফুল্ল লোচনে, সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন, তুমি যে এরূপ উচ্চ প্রকৃতির লোক, তাহা আমি পুৰ্ব্বে অবগত ছিলাম না। দুষ্টমতি দুরাচীরদিগের বাক্য বিশ্বাস করিয়া, অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম। এক্ষণে, ইহার নিকটে তোমার প্রকৃত পরিচয় পাইয়া, সাতিশয় প্রীতি প্রাপ্ত হইয়াছি । আমি অনুমতি দিতেছি, তুমি আপন আলয়ে প্রস্থান কর । এই বলিয়া, খলীফা, তাহাকে মহামূল্য পরিচ্ছদ, সুসজ্জিত দশ অশ্ব, দশ খচ্চর, দশ উষ্ট্র উপহার দিলেন ; এবং ডেমাস্কসের রাজপ্রতিনিধির নামে এক অনুরোধপত্র ও পাথেয় স্বরূপ বহুসংখ্যক অর্থ দিয়া, তাহাকে বিদায় করিলেন । কৃতজ্ঞতার পুরস্কার ইংলণ্ড দেশে ফিটুজু উইলিয়ম নামে এক ব্যক্তি স্বীয় বুদ্ধি, ক্ষমতা ও পরিশ্রমের গুণে বিলক্ষণ অর্থে পার্জন করিয়াছিলেন। তিনি অতিশয় কৃতজ্ঞ, দয়াশীল, তেজীয়ান, হ্যায়পরায়ণ ও অকুতোভয় ছিলেন। সামান্ত অবস্থার লোক হইয়াও, তিনি যে প্রভূত অর্থের উপার্জনে সমর্থ হইয়াছিলেন, সৰ্ব্বপ্রধান রাজমন্ত্রী কার্ডিনেল উলজির দয়া ও অনুগ্রহই তাহার প্রধান কারণ। স্বভাবসিদ্ধ কৃতজ্ঞতা গুণের অতিশয্যবশতঃ তিনি ঐশ্বৰ্য্যশালী হইয়াও, আন্তরিক ভক্তি সহকারে, মহোপকারক উলজির যথেষ্ট সম্মান করিতেন । তৎকালীন ইংলণ্ডের অধীশ্বর, অষ্টম হেনরি, সাতিশয় উদ্ধতস্বভাব ও অবিমূৰ্য্যকারী পুরুষ ছিলেন। তিনি কোনও কারণে কুপিত হইয়া, সবিশেষ অবমাননা পুৰ্ব্বক, উলজিকে মন্ত্রিত্বপদ হইতে বহিস্কৃত করেন । এইরূপে অপদস্থ ও অবমানিত হইয়া, তিনি সকলের অবজ্ঞাভাজন হইয়াছিলেন। পাছে রাজার কোপে পতিত হইতে হয়, এই আশঙ্কায়, কেহ কোনও বিষয়ে, তাহার কোনও আমুকুল্য করিতেন না। ফিটজ উইলিয়ম তাহার পদচ্যুতি ও অবমাননার বিষয় অবগত হইয়া, যৎপরোনাস্তি দুঃখিত হইলেন, র্তাহার সহিত