পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—দ্বিতীয় ভাগ 8b-> সাক্ষাৎ করিয়া, সাতিশয় আক্ষেপপ্রকাশ পূর্বক, তাহাকে নরথেমটন নামক স্থানে লইয়া গেলেন, এবং ঐ স্থানে মিলটন নামে, যে স্বীয় পরম রমণীয় বাসস্থান ছিল, তাহাকে তথায় রাখিয়া, যথোচিত ভক্তি ও সম্মান সহকারে তাহার পরিচর্য্যা করিতে লাগিলেন । এই বিষয় কর্ণগোচর হইলে, ইংলণ্ডেশ্বর, ফিট্জ উইলিয়মের উপর যৎপরোনাস্তি কুপিত হইলেন । তদীয় আদেশ অনুসারে, তিনি রাজসভায় আনীত হইলে ইংলণ্ডেশ্বর, সাতিশয় রোষপ্রদর্শন পুরঃসর, কর্কশ বচনে বলিলেন, তোমার এত বড় আস্পৰ্দ্ধা যে, তুমি এক রাজবিদ্রোহীকে আপন অলিয়ে লইয়া গিয়া, আমোদ আহলাদ করিতেছ। রাজার রোষ দর্শনে কিঞ্চিম্মাত্র ভীত বা চলচিত্ত না হইয়া, তিনি অতি বিনীত বচনে নিবেদন করিলেন, মহারাজ, আমি আপন আলয়ে লইয়। গিয়া কার্ডিনেলের যে পরিচর্য্যা করিতেছি, রাজভক্তির অসদ্ভাব তাহার কারণ নহে, আমি তাহার নিকট অশেষ প্রকারে যে প্রভূত উপকার প্রাপ্ত হইয়াছি, ইহা কেবল তজ্জন্য সামান্য কৃতজ্ঞতাপ্রদর্শন মাত্র । এই হেতুবাদ কর্ণগোচর হইলে, ইংলণ্ডেশ্বর, অধিকতর কুপিত হইয়া বলিলেন, সে আবার কি ? ইংলণ্ডেশ্বর, উত্তরোত্তর, অধিকতর কুপিত হইতেছেন দেখিয়া, পাছে তিনি তাহাকে রাজভক্তিহীন ভাবেন, এই ভয়ে ও ভাবনায় অভিভূত হইয়া, ফিটজ উইলিয়ম, অঞ্জলিবন্ধন পূৰ্ব্বক, অশ্রুপূর্ণ লোচনে, বিনীত বচনে বলিলেন, মহারাজ, আমি সামান্য অবস্থার লোক হইয়াও, বিলক্ষণ ঐশ্বৰ্য্যশালী হইয়াছি ; কার্ডিনেলের অনুগ্রহ ও সহায়তা ব্যতিরেকে, কখনই আমার এ উন্নত অবস্থা ঘটিত না ; সুতরাং আমি তাহার নিকটে ছর্ভেদ্য কৃতজ্ঞতাশূন্থলে বদ্ধ আছি । তাহার প্রতি কৃতজ্ঞতাপ্রদর্শন না করিলে, আমি ভদ্রসমাজে হেয় ও অশ্রদ্ধেয় এবং ধৰ্ম্মদ্বারে পতিত হইব, কেবল এই ভয়ে ও এই বিবেচনায়, অবসর পাইয়া, তাহার প্রতি যথাশক্তি কৃতজ্ঞতাপ্রদর্শনে প্রবৃত্ত হইয়াছি । তদীয় প্রশংসনীয় উত্তরবাক্য শ্রবণে, নিরতিশয় প্রীত ও প্রসন্ন হইয়া, ইংলণ্ডেশ্বর, স্বভাবসিদ্ধ ঔদ্ধত্যভাব বিসর্জন দিয়া, তৎক্ষণাৎ সিংহাসন হইতে অবতীর্ণ হইলেন ; এবং নিকটে গিয়া আন্তরিক অনুরাগ সহকারে, তাহার করগ্রহণ পূৰ্ব্বক বলিলেন, এরূপ কৃতজ্ঞতার যথোচিত পুরস্কার হওয়া সৰ্ব্বতোভাবে উচিত ও আবশ্যক। তুমি সৰ্ব্বাংশে প্রশংসনীয়, প্রকৃত যোগ্য ব্যক্তি। আজ অবধি, তুমি একজন রাজকৰ্ম্মচারী নিযুক্ত হইলে ; আমার আর যে সকল কৰ্ম্মচারী নিযুক্ত আছেন, কৃতজ্ঞতা কাহাকে বলে, তাহদের মধ্যে অনেকেই তাহ অবগত নহেন ; তোমায় তাহাদিগকে কৃতজ্ঞতা শিখাইতে হইবে । বলিতে や>