পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8bペ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা কি, তোমার অদৃষ্টচর আচরণ দর্শনে ও অশ্রুতচর বচন শ্রবণে, চমৎকৃত ও আহলাদে পুলকিত হইয়াছি। এইরূপে, স্বীয় আন্তরিক ভাবপ্রকাশ করিয়া, ইংলণ্ডেশ্বর, সেই মুহূর্তে, সেই ক্ষেত্রে, ফিট জু উইলিয়মকে নাইট (৫) উপাধি প্রদান পুৰ্ব্বক, রাজমন্ত্রীর পদে প্রতিষ্ঠিত করিলেন। যথার্থ কৃতজ্ঞতা ক্রোডন নামক স্থান সেনাপতি ডারমণ্টের হস্তগত হইলে, তিনি আদেশ দিলেন, ঐ স্থানে যে সকল স্পেনদেশীয় সৈন্য ও অন্তবিধ লোক আছে, সকলের প্রাণবধ কর । সেই সঙ্গে ইহাও প্রচারিত হইল, যে ব্যক্তি সেনাপতির এই আদেশের অনুযায়ী কাৰ্য্য করিতে অসম্মত হইবে, অথবা এই আদেশের বিপরীত আচরণ করিবে, তাহার অবধারিত প্রাণদণ্ড হইবে । ইহা অবগত হইয়াও, এক সৈনিকপুরুষ, স্পেনদেশীয় এক সৈনিকের প্রাণনাশ না করিয়া, যাহাতে তাহার প্রাণরক্ষা হয়, সে বিষয়ে সবিশেষ সচেষ্ট হইয়াছিল । এইরূপে, সেনাপতির আজ্ঞালজঘন জন্য গুরুতর অপরাধ হওয়াতে, দণ্ড দিবার নিমিত্ত, সে সেনাসংক্রান্ত বিচারালয়ের সম্মুখে নীত হইল। তুমি এই অপরাধ করিয়াছ কি না ? এই জিজ্ঞাসা করাতে সে, স্পষ্টবাক্যে স্বীকার করিল ; এবং বলিল, যদি ও ব্যক্তির প্রাণরক্ষা হয়, তাহ৷ হইলে, আমি স্বচ্ছন্দ মনে, প্রাণ দিতে প্রস্তুত আছি । এই কথা শ্রবণে, সাতিশয় বিস্ময়াপন্ন হইয়া, সেনাপতি বলিলেন, তুমি পরের জন্য অকাতরে প্রাণ দিতে সম্মত হইতেছ, ইহার কারণ কি, বুঝিতে পারিতেছি না। এই কথা শুনিয়া, সেই সৈনিকপুরুষ বলিল, ও ব্যক্তি আমার প্রাণদাতা। আমি একবার এইরূপ। বিপদে পড়িয়ছিলাম ; তখন কেবল উহার যত্নে ও চেষ্টায়, আমার প্রাণরক্ষা হইয়াছিল। এখন উনি সেইরূপ বিপদে পড়িয়াছেন ; উচ্চার প্রাণরক্ষা বিষয়ে যথাশক্তি চেষ্টা ও যত্ন না করিলে, আমি নিতান্ত অকৃতজ্ঞ হইব । সেনাপতি, সামান্য (৫) নাইটু—উপাধিবিশেষ । অসাধারণ ক্ষমতাপ্রকাশদর্শনে অথবা অন্য কোনও কারণে, রাজার ব্যক্তিবিশেষকে এই মাননীয় উপাধি দিয়া থাকেন। যাহারা এই উপাধি পান, তাহাদের নামের পূৰ্ব্বে সর এই শব্দটি ব্যবহৃত হইয়া থাকে ; যথা, সরু আইজাক নিউটন, সরু উইলিয়ম জোন্স, ইত্যাদি।