পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—দ্বিতীয় ভাগ 8b" সৈনিকপুরুষের এতাদৃশ উন্নতচিত্তত দর্শনে নিরতিশয় প্রীত ও চমৎকৃত হইয়া, তাহার অপরাধের মার্জনা করিলেন ; এবং যে ব্যক্তির প্রাণরক্ষার জন্ত, সে অকাতরে প্রাণ দিতে উদ্যত হইয়াছিল, তদীয় কৃতজ্ঞতার পুরস্কারস্বরূপ, সে ব্যক্তিরও প্রাণরক্ষার আদেশ দিলেন । এইরূপে দ্বিবিধ অভীষ্ট সিদ্ধ হওয়াতে, সেই উন্নতচিত্ত সৈনিকপুরুষ, প্রতিপ্রফুল্ল হৃদয়ে, অশ্রুপূর্ণ লোচনে, গদগদ বচনে, সেনাপতির প্রশংসাকীৰ্ত্তন করিতে করিতে, প্রস্থান করিল। নিঃস্পৃহতা মসিডনের অধীশ্বর প্রসিদ্ধ দিগ্বিজয়ী আলেগজণ্ডার, সাইডমের অধিপতি ষ্ট্রাটোকে সিংহাসনচু্যত করিলেন, এবং স্বীয় প্রিয়পাত্র হিপষ্টিয়নের উপর এই ভার দিলেন, এই নগরের যে ব্যক্তি তোমার বিবেচনায় সৰ্ব্বাপেক্ষা যোগ্য হয়, তাহাকে সিংহাসনে প্রতিষ্ঠিত কর । এই সময়ে হিপষ্টিয়ন র্যাহাদের বাটতে অবস্থিতি করিতেন, তাহারা দুই সহোদর। উভয়েই যুব পুরুষ ; এবং সেই নগরের সর্ববপ্রধান বংশে জন্মগ্রহণ করিয়াছিলেন। হিপষ্টিয়ন তাহাদিগকে বলিলেন, আলেগ্‌জাণ্ডার আমার উপর রাজা স্থির করিবার ভার দিয়াছেন ; তদনুসারে, আমি তোমাদের দুই সহোদরকে রাজপদে প্রতিষ্ঠিত করিব, মনস্থ করিয়াছি । এই কথা শুনিয়া, তাহারা বলিলেন, আমরা রাজসিংহাসনে অধিরূঢ় হইতে সম্মত নহি । এ দেশে, পূৰ্ব্বাপর এই প্রথা প্রচলিত হইয়। আসিয়াছে, যে ব্যক্তি রাজবংশে জন্মগ্রহণ না করে, সে সিংহাসনে অধিরূঢ় হইতে পারে না। আমরা রাজবংশে জন্মগ্রহণ করি নাই ; সুতরাং, সিংহাসনে অধিরূঢ় হইবার যোগ্য নহি । তাহাদিগকে এইরূপ নিঃস্পৃহ ও নিঃস্বাৰ্থ দেখিয়া, হিপষ্টিয়ন যৎপরোনাস্তি প্রতিপ্রাপ্ত ও বিস্ময়াপন্ন হইলেন ; এবং প্রসন্নচিত্তে, তাহাদিগকে সাধুবাদ প্রদান করিয়া, বলিলেন, যিনি, সিংহাসনে আরূঢ় হইয়া, ইহা মনে রাখিবেন যে, তোমরা তাহাকে সিংহাসনে প্রতিষ্ঠিত করিয়াছ, রাজবংশোদ্ভব এরূপ এক ব্যক্তির নাম নির্দেশ কর । হিপষ্টিয়নের কথা শুনিয়া, তাহারা দুই সহোদরে বলিলেন, দেখুন, অনেক রাজবংশোদ্ভব ব্যক্তি, হুরাকাজক্ষার বশীভূত হইয়া, রাজ্যলাভের লোভে, আলেগজাণ্ডারের প্রিয়পাত্রদিগের শরণাগত হইয়াছেন ; এবং নিতান্ত নীচের স্যায়, অবিশ্রান্ত র্তাহাদের