পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অাখ্যানমঞ্জরী—দ্বিতীয় ভাগ 8br(? অতি অল্প সময়ের মধ্যেই, এই সংবাদ সমস্ত নগরে প্রচারিত হইল। অধিবাসিবর্গের অধিকাংশই আহলাদসাগরে মগ্ন হইলেন ; কিন্তু কতকগুলি লোক, বিশেষতঃ যাহারা ঐশ্বৰ্য্যশালী, এব ডেলোনিমস্ অতি হীন অবস্থার লোক বলিয়া অতিশয় অসন্তুষ্ট হইলেন। আলেগজাণ্ডারের আদেশ অনুসারে, নূতন রাজা তাহার সম্মুখে উপস্থিত হইলে, তিনি একদৃষ্টিতে বহুক্ষণ নিরীক্ষণ করিয়া, তাহাকে বলিলেন, আমি তোমার স্বভাব চরিত্র ও বংশমর্য্যাদার বিষয়ে যেরূপ শুনিয়াছি, তোমার আকারে তাহ স্পষ্ট প্রতীয়মান হইতেছে। কিন্তু, তুমি এত দিন কেমন করিয়া, এমন হীন অবস্থায়, কালযাপন করিতে পারিলে, তাহ অবগত হইবার নিমিত্ত, আমার অত্যন্ত অভিলাষ হইতেছে। এই কথা শুনিয়া, এব ডেলোনিমস্ বলিলেন, মহারাজ, আমার যখন যাহা আবশ্যক হইয়াছে, এই দুই হস্ত তাহার আহরণ করিয়া দিয়াছে ; কিন্তু, যখন আমার কিছুই ছিল না, তখন কিছুই আবশ্যক হইত না । এই উত্তর শ্রবণে, আলেগজtণ্ডার যৎপরোনাস্তি প্রীত ও প্রসন্ন হইলেন, এবং, পূৰ্ব্বতন রাজার বেশ, ভূষা, শয্য, আসন প্রভৃতি সমস্ত বস্তু তাহাকে দিলেন । তদ্ব্যতিরিক্ত তদীয় আদেশ অনুসারে, পাশ্ববৰ্ত্তী প্রদেশ সকল র্তাহার রাজ্যে যোজিত হইল । ধৰ্ম্মশীলতার পুরস্কার কণ্টাই রাজকুমার, ১৭৩৪ খৃষ্টাব্দে, ফিলিপস্বৰ্গ অবরুদ্ধ করিয়াছিলেন ; ঐ সময়ে, এক সৈনিকপুরুষ নিরতিশয় সাহস ও পরাক্রম প্রদশিত করাতে, রাজকুমার, সাতিশয় প্রীত হইয়া, একটি স্বর্ণমুদ্রার থলি বহিস্কৃত করিয়া, তাহার হস্তে দিলেন ; এবং বলিলেন, তুমি যেরূপ ক্ষমতাপ্রকাশ করিয়াছ, ইহ, কোনও অংশে তাহার যথোপযুক্ত পুরস্কার নহে। সৈনিকপুরুষ, পুরস্কার প্রাপ্ত হইয়া, সাতিশয় আহলাদিত হইল ; এবং যথোচিত বিনয় ও ভক্তিযোগ সহকারে, নমস্কার করিয়া, চলিয়া গেল । পরদিন, প্রাতঃকালে, ঐ সৈনিকপুরুষ, দুইটি হীরকমণ্ডিত অঙ্গুরীয় ও কতিপয় মহামূল্য রত্ব হস্তে করিয়া, রাজকুমারের নিকটে উপস্থিত হইল ; এবং নিবেদন করিল, মহাশয়, থলির মধ্যে যে সমস্ত স্বর্ণমুদ্র ছিল, সেই গুলি, আমায় দেওয়াই আপনার অভিপ্রেত। কিন্তু, সেই থলির মধ্যে এই গুলিও ছিল ; এ গুলি আমায় দেওয়া