পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 & o বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা ক্ষেত্রসংক্রান্ত ক্ষতিপূরণের নিমিত্ত তোমায় পাঁচ শত টাকা দিয়াছি, তাহাতে কি তোমার সম্পূর্ণ ক্ষতিপূরণ হয় নাই ? ভূম্যধিকারীর বাক্য শ্রবণগোচর করিয়া, সেই প্রজ, বিনয়নম্রবচনে নিবেদন করিল, মহাশয়, ঐ ক্ষেত্রে আমায় কোনও অংশে ক্ষতিগ্রস্ত হইতে হয় নাই। এ বৎসর প্রচুর শস্য জন্মিয়াছে। অন্যান্ত বৎসর, আমার যেরূপ লাভ হয়, এ বৎসর তদপেক্ষ অনেক অধিক লাভ হইয়াছে। এজন্য আমি আপনকার দত্ত ক্ষতিপূরণের পাচ শত টাকা ফিরিয়া দিতে আসিয়াছি। এই বলিয়া সে, ভূম্যধিকারীর সম্মুখে পাঁচ শত টাকা রাখিয়া দিল । প্রজার এতাদৃশী ন্যায়পরতা দর্শনে চমৎকৃত হইয়া, ভূম্যধিকারী প্রতিপ্রফুল্ল লোচনে, সস্নেহ বচনে বলিলেন, এরূপ ব্যবহার দেখিলে, আমার বড় আহলাদ হয় । মনুষ্যমাত্রেরই এরূপ ব্যবহার করা সৰ্ব্বতোভাবে উচিত ও আবশ্যক। এই বলিয়া, তিনি সেই প্রজার সহিত সাতিশয় সদয়ভাবে কিয়ৎক্ষণ কথোপকথন করিলেন ; এবং তদীয় অবস্থা ও পরিবার প্রভৃতি সমস্ত বিষয়ের সবিশেষ পরিচয় লইলেন ; অনন্তর, গাত্রেখিনি পূৰ্ব্বক পাশ্ববৰ্ত্তী গৃহে প্রবেশ করিয়া, সহস্র মুদ্রা লইয়া প্রত্যাগমন করিলেন ; এবং, এ তোমার নিরতিশয় প্রশংসনীয় স্যায়পরতার যৎকিঞ্চিৎ পুরস্কার এই বলিয়া, পূৰ্ব্বদত্ত পঞ্চ শত মুদ্রার সহিত, সেই সহস্র মুদ্র তাহার হস্তে দিয়া, প্রসন্ন বদনে, সাদর বচনে, তাহাকে বিদায় করিলেন । ন্যায়পরতা ও ধৰ্ম্মশীলতা ইংলণ্ডের অন্তঃপাতী উরষ্টরশায়র প্রদেশে, ইবেশাম নামে এক উপত্যক আছে। এক প্রাচীন ধনবান পাদরি, বহুকাল অবধি, তত্ৰত্য দেবালয়ের অধ্যক্ষ ছিলেন । ১৭৮৪ খৃষ্টাব্দে র্তাহার মৃত্যু হইলে, তদীয় শয্য, আসন, পরিচ্ছদ প্রভৃতি সমস্ত বস্তু, নিলাম করিয়া, বিক্রীত হইল। ঐ দেবালয়ে মৃত পাদরির এক সহকারী নিযুক্ত ছিলেন ; তিনিই দেবালয়সংক্রান্ত সমস্ত কাৰ্য্য সম্পন্ন করিতেন । তিনি যে সামান্ত বেতন পাইতেন, তাহাতে তদীয় পরিবারবর্গের ভরণপোষণ সম্পন্ন হইত না ; ফলতঃ, তিনি অতি কষ্ট্রে দিনপাত করিতেন। যৎকালে, মৃত পাদরির বস্তু সকল বিক্রীত হয়, তৎকালে তিনি একটি পুরাতন আলমারি কিনিয়াছিলেন। তিনি আলমারিটি বাটতে আনিয়া, ঝাড়িয়া পুছিয়া, পরিষ্কৃত