পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—দ্বিতীয় ভাগ 8ఫిd গেল। তখন, কেন তিনি মাথা নীচ করিতে বলিয়াছিলেন, তাহার মৰ্ম্মগ্রহ করিতে পারিলাম । আপনকার পিতা অতি মহাশয় লোক ছিলেন ; কোন একটা উপলক্ষ হইলেই, অল্পবয়স্ক ব্যক্তিদিগের হিতার্থে যত্বপূর্বক উপদেশ দিতেন। কড়িকাঠে আমার মাথা ঠোকা গেল দেখিয়া, তিনি সাতিশয় দুঃখপ্রকাশ করিলেন ; এবং এই উপলক্ষ করিয়া, আমায় বলিলেন, দেখ, তুমি যৌবনদশায় উপনীত হইয়াছ। অতঃপর তোমায় সংসারযাত্র। সম্পন্ন করিতে হইবে । সংসার অতি বিষম স্থান ; অসাবধান ও উদ্ধত হইয়া চলিলে, পদে পদে বিপদে পড়িতে হয় । অতএব, সাবধান ও নম্র হইয়। চলিবে ; মস্তক উন্নত করিয়া চলিলে, সৰ্ব্বদা এইরূপ আঘাত পাইতে হইবে । এই নিরতিশয় হিতকর উপদেশবাক্য শ্রবণ অবধি, সৰ্ব্বক্ষণ অামার হৃদয়ে জাগরূক রহিয়াছে । ইহা দ্বারা আমি অশেষ প্রকারে উপকার প্রাপ্ত হইয়াছি। যখন দেখিতে পাই, কোনও ব্যক্তি অহঙ্কাবে মত্ত হইয়া, মস্তক উন্নত করিয়া, উদ্ধতভাবে চলেন ; এবং তজ্জন্ত পদে পদে অপদস্থ, অবমানিত ও বিপদগ্ৰস্ত হয়েন ; তখন এই উপদেশবাক্যের মহিমা স্পষ্ট প্রতীয়মান হয়। ব্যক্তিমাত্রেরই এই উপদেশবাক্যের অনুসরণ করা সৰ্ব্বতেভাবে উচিত ও আবশ্যক । সৌজন্য ও সদ্বিবেচনা রোম নগরীতে বহুকাল অবধি এই প্রথা প্রচলিত ছিল, পাচ বৎসর অন্তর একটি সভা হইত। যে সকল ব্যক্তি কাব্যরচনা করিতেন, তাহারা স্বরচিত কাব্য ঐ সভায় উপস্থিত করিতেন। যাহার কাব্য সৰ্ব্বোৎকৃষ্ট বলিয়৷ বিবেচিত হইত, তিনি সোণার মেডাল (৭) ও হাতীর দাতের বীণা পুরস্কার পাইতেন। সুপ্রসিদ্ধ সম্রাটু ট্রেজানের রাজত্বসময়ে অনেকের রচিত কাব্য পাঞ্চবার্ষিক সভায় সমপিত হইত। লুশিয়স বেলিরিয়স নামক এক ত্রয়োদশবর্ষীয় বালক, একখানি কাব্য লিখিয়াছিলেন ; সেই কাব্যখানিও ঐ সভায় সমৰ্পিত হইয়াছিল। সভ্যদিগের বিবেচনায়, এই অল্পবয়স্ক বালকের রচিত কাব্যখানি, সে বৎসর সৰ্ব্বোৎকৃষ্ট বলিয়া স্থিরীকৃত হইল। সুতরাং তিনি নিরূপিত পুরস্কার প্রাপ্ত হইলেন। (৭) মেডাল—অসাধারণ গুণের পুরস্কারার্থে ধাতুনিৰ্ম্মিত মুদ্রাবিশেষ ।