পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 సెల বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা রোমীয়দিগের এই রীতি ছিল, কোনও ব্যক্তি অসাধারণ গুণপ্রকাশ করিলে, লোকের উৎসাহবৰ্দ্ধনাৰ্থে তদীয় ধাতুময়ী প্রতিমূৰ্ত্তি নিৰ্ম্মিত করাইয়া, নগরের সর্বাপেক্ষা প্রকাশু স্থানে স্থাপিত করিতেন। এই প্রতিমূৰ্ত্তির মস্তকে একটা মুকুট আপিত হইত। এইরূপ অল্পবয়স্ক বালক সৰ্ব্বাপেক্ষ উৎকৃষ্ট কাব্যের রচনা করিয়াছেন ; এজন্য সকলে, যৎপরোনাস্তি আহ্নাদিত হইয়া, তদীয় প্রতিমূৰ্ত্তি নিৰ্ম্মিত করাইলেন। প্রকাশু স্থানে প্রতিমূৰ্ত্তিস্থাপনের দিন স্থির হইল। নিরূপিত সময়ে, বহুসংখ্যক লোক ঐ স্থানে উপস্থিত হইলেন । যাহারা কাব্যরচনা করিয়াছিলেন, তাহাদের মধ্যেও অনেকে ঐ স্থানে সমাগত হইয়াছিলেন। প্রতিমূৰ্ত্তি যথাস্থানে সন্নিবেশিত হইল। অনন্তর, প্রধান রাজপুরুষ, প্রতিমূৰ্ত্তির মস্তকে মুকুটস্থাপনের উদ্যোগ করিতে লাগিলেন। এই সময়ে, বেলিরিয়স্, এক যুবা পুরুষকে দেখিতে পাইলেন। এই যুবাপুরুষ, পুরস্কারপ্রাপ্তির আশয়ে, স্বরচিত কাব্য পাঞ্চবার্ষিক সভায় সমপিত করিয়াছিলেন । তাহার রচিত কাব্য, অনেকের বিবেচনায়, অত্যুৎকৃষ্ট হইয়াছিল ; কিন্তু বেলিরিয়সের রচিত কাব্য অপেক্ষ। কিছু নিকৃষ্ট ; এজন্য, পুরস্কার না পাওয়াতে, তাহার মনে অত্যন্ত ক্ষোভ জন্মিয়াছিল। বেলিরিয়স, তদীয় আকারে ক্ষোভ ও বিষাদের স্পষ্ট লক্ষণ লক্ষ্য করিয়া বুঝিতে পারিলেন, পুরস্কার পান নাই বলিয়া, ইনি এত ক্ষুব্ধ ও বিষণ্ণ হইয়াছেন। ফলত, তাহার ভাব দর্শনে, তদীয় অন্তঃকরণে অতিশয় দুঃখ উপস্থিত হইল। তখন তিনি, রাজপুরুষের হস্ত হইতে মুকুট লইয়া, স্বীয় প্রতিদ্বন্দ্বীর সম্মুখবত্তী হইয়া বলিলেন, দেখুন, আপনি যে কাব্যের রচনা করিয়াছেন, তাহা সৰ্ব্বোৎকৃষ্ট হইয়াছে, তাহার সন্দেহ নাই ; সুতরাং, আপনিই পুরস্কার পাইবার যথার্থ যোগ্য পত্র। কিন্তু, আমার বয়স অতি অল্প ; এত অল্প বয়সে কাব্যরচনা করিতে পারিয়াছি ; এজন্য, বিচারকেরা আমার উৎসাহবৰ্দ্ধনের নিমিত্ত, আমায় পুরস্কার দিয়াছেন ; গুণ অনুসারে, বিবেচনা করিলে, আপনকারই পুরস্কার পাওয়া উচিত। এইরূপ বলিয়া, সেই বালক আপন প্রাপ্য মুকুট, হর্ষোৎফুল্ল লোচনে, প্রতিপ্রফুল্ল বদনে, স্বীয় প্রতিদ্বন্দ্বীর মস্তকে স্থাপিত করিলেন। সমবেত সমস্ত লোক ত্রয়োদশবৰ্ষীয় বালকের ঈদৃশ অদৃষ্টচর ও অশ্রুতপূৰ্ব্ব সৌজন্য ও সদ্বিবেচনা দর্শনে, মোহিত ও চমৎকৃত হইয়া, মুক্তকণ্ঠে তাহার প্রশংসা কীৰ্ত্তন করিতে লাগিলেন।