পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যথার্থ বদান্তত ইংলণ্ডের অন্তঃপাতী ফ্রোম নগরে রে নামক এক সঙ্গতিপন্ন ব্যক্তি ছিলেন। র্তাহার মৃত্যু হইলে, তদীয় সহধৰ্ম্মিণী সমস্ত বিষয়ের অধিকারিণী হইলেন । এই কামিনী নিরতিশয় দয়াশীল ছিলেন ; অন্তের দুঃখ দেখিলে, অত্যন্ত দুঃখিত হইতেন, এবং সাধ্যায়সারে তাহার দুঃখবিমোচনে যত্ন করিতেন । তাহার যে নিরূপিত আয় ছিল, কেবল গ্রাসাচ্ছাদনোপযোগী অংশ ব্যতিরিক্ত, তৎসমুদয়ই দীনগণের দারিদ্র্যছঃখনিবারণে নিযোজিত হইত। ফলতঃ, তিনি যেরূপ পরোপকারব্রতে দীক্ষিত ছিলেন, সেরূপ সচরাচর নয়নগোচর হয় না । বিবি রো কতকগুলি গ্রন্থ রচনা করিয়াছিলেন। তিনি পুস্তকবিক্রেতাদিগের নিকট হইতে প্রথম বার যে টাক। পাইলেন, এক দীন পরিবারের দুরবস্থা দেখিয়া, সমুদায় তাহাদিগকে দান করিলেন। একদা, আর একটি নিরুপায় পরিবারের দুরবস্থা দেখিয়া, তাহার অত্যন্ত দয়া উপস্থিত হইল ; কিন্তু যাতাতে তাহদের যথার্থ উপকার হয়, এরপ অর্থ তৎকালে তাহার হস্তে ছিল না। উপায়ান্তর না দেখিয়া, অবশেষে, বাসন বিক্রয় করিয়া, তিনি তাহদের আনুকূল্য করিলেন। তাহার এই রীতি ছিল, সঙ্গে কিছু অর্থ না লইয়া, বাট হইতে নির্গত হইতেন না ; কারণ, দীন দুঃখী তাহার সম্মুখে উপস্থিত হইলে, যদি কিছু দিতে না পারিতেন, তাহা হইলে তাহার অত্যন্ত ক্লেশবোধ হইত। তিনি কেবল ধন দ্বার সাহায্য করিয়া ক্ষান্ত থাকিতেন না ; অবসরকালে, গৃহে বসিয়া, স্বহস্তে নানাবিধ পরিচ্ছদ প্রস্তুত করিয়া রাখিতেন, এবং যখন যাহাঁদের যেরূপ পরিচ্ছদের অপ্রতুল দেখিতেন, তাহাদিগকে সেইরূপ দিতেন। তিনি অন্যের বিপদে বিপদ জ্ঞান করিতেন ; অন্তের শোকে শোকাকুল হইতেন ; অন্তকে রোদন করিতে দেখিলে, অশ্রুপাত না করিয়া থাকিতে পারিতেন না ; পীড়িত বা বিপদাপন্ন ব্যক্তিদিগের সর্বদ। তত্ত্বাবধান করিতেন, এবং যে বিষয়ে তাহাদের অপ্রতুল দেখিতেন, নিজব্যয়ে তাহার সমাধা করিয়া দিতেন । পথিমধ্যে যদি তিনি অপরিচিত বালক দেখিতে পাইতেন ; আর যদি, তাহার আকার দেখিলে, স্থবোধ ও বুদ্ধিমান বলিয়া বোধ হইত, তৎক্ষণাৎ তাহার বিষয়ে সবিশেষ অনুসন্ধান করিতেন ; যদি জানিতে পারিতেন, পিতা মাতার অসঙ্গতি প্রযুক্ত তাহার বিদ্যাশিক্ষা হইতেছে না, অবিলম্বে তাহাকে উপযুক্ত বিদ্যালয়ে নিযুক্ত করিয়া দিতেন,