পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(? § o বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা এবং স্বয়ং সমস্ত ব্যয়ের নির্বাহ করিতেন । এই রূপে তিনি অনেক দীন বালকের বিদ্যাশিক্ষার উপায় করিয়া দিয়াছিলেন। তিনি, কখনও কখনও, স্বয়ং পরিশ্রম করিয়া, তাহাদিগকে ধৰ্ম্ম ও নীতি বিষয়ে শিক্ষা দিতেন । যখন তিনি কোনও বালককে র্তাহার অভিলাষানুরূপ ফললাভ করিতে দেখিতেন, আমার যত্ন ও অর্থব্যয় সার্থক হইল ভাবিয়া, আহলাদে পুলকিত হইতেন ; তাহার বিপরীত দেখিলে, তাহার শোক ও ক্ষোভের সীমা থাকিত না । তিনি যে কেবল নিতান্ত নিরুপায় লোকদিগের সাহায্য করিতেন, এরূপ নহে । অপেক্ষাকৃত ভাল অবস্থার লোকেরাও, কষ্টে পড়িলে, তাহার নিকট যথেষ্ট আনুকূল্য প্রাপ্ত হইত। তিনি কহিতেন, অসঙ্গতি বা অল্প সঙ্গতি প্রযুক্ত লোকের যে ক্লেশ ও দুর্ভাবনা ঘটে, তাহার নিবারণ করিতে পারিলেই মানবজাতির যথার্থ উপকার করা হয়। তদনুসারে, যে সকল লোক নিতান্ত নিঃস্ব বা দুরবস্থাগ্রস্ত নহে, তিনি, তাদৃশ ব্যক্তিদিগেরও কষ্ট দেখিলে, বিলক্ষণ সাহায্য করিতেন । এই দয়াশীল স্ত্রীলোকের আয় অধিক ছিল না ; এজন্য সকলেই, তাহার তাদৃশ দীন দেখিয়া, আশ্চৰ্য্য জ্ঞান করিত ; তিনি কিরূপে এই সমস্ত ব্যয় নির্বাহ করেন, কিছুই বুঝিতে পারিত না । তিনি অত্যন্ত অমায়িক, নিতান্ত সরলস্বভাব, ও সৰ্ব্বথা অহমিকাশূন্ত ছিলেন ; সৰ্ব্বদা সৰ্ব্বপ্রকার লোকের সহিত সদয় ও সৌজন্তাপূর্ণ ব্যবহার করিতেন । ফলতঃ, তিনি কেবল লোকরঞ্জন ও সাধ্যানুসারে লোকের ক্লেশনিবারণের জন্তাই জন্মগ্রহণ করিয়াছিলেন । বিবি রোর মৃত্যু হইলে, সকল লোকেই যৎপরোনাস্তি দুঃখিত হইয়াছিলেন। নিঃস্ব ও নিরুপায় লোকদিগের শোকের ও দুঃখের অবধি ছিল না । তাহার অভাবে তাহার। পৃথিবী অন্ধকারময় দেখিল, এবং তদীয় সদনে ও সমাধিস্থানে সমবেত হইয়া, অত্যন্ত বিলাপ ও র্তাহার পারলৌকিকমঙ্গলপ্রার্থনা, করিতে লাগিল। তিনি যে নিরতিশয় দয়া ও সেজন্য সহকারে তাহদের প্রার্থন শুনিতেন, এবং অকাতরে তত্তৎ প্রার্থন পূর্ণ করিতেন, বহুদিন পর্য্যন্ত তাহার। পরস্পর সেই সমস্ত কীৰ্ত্তন করিতে করিতে, অবিশ্রান্ত অশ্রুবিসর্জন করিত। "ట్వి