পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( S२ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা সাক্ষাৎ করিব ; এবং যাহাতে আপনি সত্বর প্রস্থান করিতে পারেন, তদ্বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব । কি কারণে আরব সেনাপতি এরূপ বলিয়া পাঠাইলেন, তাহার মৰ্ম্মগ্রহ করিতে না পারিয়া, মূর সেনাপতি, আহাব করিয়া, সন্দিহান চিত্তে শয়ন করিলেন । রজনীশেষে, আরব সেনাপতির লোক তাহার নিদ্রাভঙ্গ করাইল, এবং কহিল, আপনকার প্রস্থানের সময় উপস্থিত, গাত্ৰোখান ও মুখপ্রক্ষালনাদি করুন, আহার প্রস্তুত। মূর সেনাপতি শয্যাপরিত্যাগপূর্বক মুখপ্রক্ষালনাদি সমাপন করিয়া, আঙ্গরস্থানে উপস্থিত হইলেন, কিন্তু সেখানে আরব সেনাপতিকে দেখিতে পাইলেন না ; পরে, দ্বারদেশে উপস্থিত হইয়া দেখিলেন, তিনি সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন। আরব সেনাপতি দর্শনমাত্র, সাদর সম্ভাষণ করিয়া, মূর সেনাপতিকে অশ্বপৃষ্ঠে আরোহণ করাইলেন, এবং কহিলেন, আপনি সত্বর প্রস্থান করুন ; এই বিপক্ষশিবিরমধ্যে আমি অপেক্ষ আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই । গত রজনীতে, যৎকালে, অমর। উভয়ে, একাসনে আসীন হইয়া, অশেষবিধ কথোপকথন করিতেছিলাম, আপনি, স্বীয় ও স্বীয় পূর্বপুরুষদিগের বৃত্তান্ত বর্ণন করিতে করিতে, আমার পিতার প্রাণহস্তার নির্দেশ করিয়াছিলেন। আমি শ্রবণমাত্র, বৈরসাধনবাসনার বশবৰ্ত্তী হইয়া, বারংবার এই শপথ ও প্রতিজ্ঞ করিয়াছি, সূর্য্যোদয় হইলেই, প্রাণপণে পিতৃহস্তার প্রাণবধসাধনে প্রবৃত্ত হইব । এখন পৰ্য্যন্ত সূর্য্যের উদয় হয় নাই, কিন্তু উদয়েরও অধিক বিলম্ব নাই ; আপনি সত্বর প্রস্থান করুন। আমাদের জাতীয় ধৰ্ম্ম এই, প্রাণান্ত ও সৰ্ব্বস্বাস্ত হইলেও, অতিথির অনিষ্ট্রচিন্তা করি না । কিন্তু, আমার পটমণ্ডপ হইতে বহির্গত হইলেই, আপনকার অতিথিভব অপগত হইবেক ; এবং সেই মুহূৰ্ত্ত অবধি, আপনি স্থির জানিবেন, আমি আপনকার প্রাণসংহারের নিমিত্ত প্রাণপণে যত্ন ও অশেষ প্রকারে চেষ্টা পাইব । এই যে অপর অশ্ব সজ্জিত হইয়া দণ্ডায়মান আছে দেখিতেছেন, সূর্য্যোদয় হইবামাত্র, আমি উহাতে আরোহণ করিয়া, বিপক্ষভাবে আপনকার অনুসরণে প্রবৃত্ত হইব । কিন্তু, আমি আপনাকে যে অশ্ব দিয়াছি, উহা আমার অশ্ব অপেক্ষা কোনও অংশেই হীন নহে ; যদি উহা দ্রুতবেগে গমন করিতে পারে, তাহা হইলে আমাদের উভয়ের প্রাণরক্ষার সম্ভাবনা । এই বলিয়া, আরব সেনাপতি, সাদর সম্ভাষণ ও করমর্দন পূৰ্ব্বক, তাহাকে বিদায় দিলেন। তিনি তৎক্ষণাৎ প্রস্থান করিলেন । আরব সেনাপতিও, সূর্য্যোদয়দর্শনমাত্র, অশ্বে আরোহণ করিয়া, তদীয় অনুসরণে প্রবৃত্ত হইলেন। মূর সেনাপতি কতিপয় মুহূৰ্ত্ত