পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

© 8 বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা এই ব্যক্তি, রাজসমীপে উপস্থিত হইয়া, নিবেদন করিলেন, মহারাজ ! আপনি যে, ডিয়ুকের প্রার্থনা অনুসারে, দয়াপ্রদর্শন করিয়াছেন, ইহাতে তিনি ও তদীয় অনুচরবর্গ চরিতার্থ হইয়াছেন । ডিয়ুকের পত্নী আপনকার নিকট আর এক প্রার্থনা জানাইয়াছেন, নিবেদন করি ; তিনি কহিয়াছেন, আপনি যে আমার স্বামীর প্রতি ক্ষমাপ্রদর্শন করিয়াছেন, ইহাতে আমরা সকলে কৃতাৰ্থ হইয়াছি ; এক্ষণে, দুর্গমধ্যে যে সকল সন্ত্রান্ত স্ত্রীলোক আছেন, তাহার ও আমি দুর্গ হইতে নির্গত হইলে, যাহাতে আমাদের উপর কোন অত্যাচার না হয়, এবং যাহাতে নির্বিঘ্নে কোন নিরাপদ স্থানে পহুছিতে পারি, এরূপ এক অনুমতিপত্র লিখিয়া দিলে, আমরা নিৰ্ভয়ে প্রস্থান করিতে পারি ; আর, ঐ অনুমতিপত্রে ইহাও নিদিষ্ট থাকে, আমরা নিজে যাহ। লইয়া যাইতে পারি, তাহা লইয়া যাইব, সে বিষয়ে কোন আপত্তি ঘটিবেক না । ডিউকপত্নীর প্রার্থনা শুনিয়া, সম্রাট তৎক্ষণাৎ তদ্বিষয়ে সম্মতিপ্রদান করিলেন । অনন্তর, ডিয়ক ও তদীয় অনুচরবর্গ দুর্গমধ্য হইতে নিষ্ক্রান্ত হইলেন, এবং সম্রাটের শিবিরের মধ্য দিয়া প্রয়াণ করিতে লাগিলেন । সম্রাট ও র্তাহার সেনাপতিগণ, এক অভূতপূৰ্ব্ব ব্যাপার অবলোকন করিয়া, যৎপরোনাস্তি বিস্ময়াপন্ন হইলেন । তাহারা দেখিলেন, সৰ্ব্বাগ্রে ডিযুকের পত্নী, তৎপশ্চাৎ ক্রমে ক্রমে অপরাপর সম্রান্ত স্ত্রীলোক, স্ব স্ব স্বামীকে স্বন্ধে লইয়া, অতি কষ্টে প্রস্থান করিতেছেন । যৎকালে ডিয়ুকের পত্নী সম্রাটের নিকট অনুমতিপত্র প্রার্থনা করিয়া পাঠান, তিনি ও তদীয় সেনাপতিগণ এই বিবেচনা করিয়াছিলেন যে, বসন ভূষণ প্রভৃতি যে সমস্ত মহামূল্য বস্তু আছে, তৎসমুদয় নিবিঘ্নে লইয়। যাইবার অভিপ্রায়েই ডিযুকপত্নী তাদৃশ অনুমতিপত্র প্রার্থনা করিয়াছেন ; তৎপরিবর্তে র্তাহারা যে স্ব স্ব স্বামীকে স্বন্ধে করিয়া লইয়া যাইবেন, ইহা, এক মুহূৰ্ত্তের জন্যেও, তাহাদের মনে উদিত হয় নাই। এক্ষণে, তাহাদের পতিপরায়ণতার ঐকান্তিকতাদর্শনে সম্রাটের অন্তঃকরণে নিরতিশয় দয়া, বিস্ময় ও সন্তোষের আবির্ভাব হইল। তিনি সেই স্ত্রীলোকদিগকে মুক্ত কণ্ঠে শত শত সাধুবাদ প্রদান করিতে লাগিলেন। ফুলত, এই অদৃষ্টচর অশ্রুতপূৰ্ব্ব ব্যাপার অবলোকন করিয়া, সম্রাট এত প্রীত ও চমৎকৃত হইয়াছিলেন যে, সেই স্ত্রীলোকদিগের অদ্ভুত পতিপরায়ণতার পুরস্কারস্বরূপ র্তাহাদের পতিদিগের অপরাধ মার্জন করিলেন ; ডিযুক ও তদীয় অনুচরবর্গের প্রস্থান স্থগিত করিয়া, তাহাদিগকে পরম সমাদরে ও মহাসমারোহে আহার করাইলেন ; এবং সরল অন্তঃকরণে সম্পূর্ণ অভয় প্রদান করিয়া বিদায় দিলেন ।