পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দসু্য ও দিগ্বিজয়ী মাসিডোনিয়ার অধীশ্বর, প্রসিদ্ধ দিগ্বিজয়ী, মহাবীর আলেকজাণ্ডরের অধিকারকালে, থুেস দেশে এত অতি পরাক্রান্ত ছদান্ত দস্থ্য ছিল। ঐ দস্থ্যর দৌরাত্ম্যে থুেস ও ও তৎপাশ্ববর্তী প্রদেশ সকল কম্পিত হইয়াছিল। একদা সে ধৃত ও আলেকজাণ্ডরের সম্মুখে নীত হইলে, তিনি সরোষ নয়নে ও উদ্ধত বচনে কহিতে লাগিলেন, অরে হ্রাত্মন, তুষ্ট দস্থাবৃত্তি করিয়া জীবিকানিৰ্বাহ করিস্ ; সৰ্ব্বদাই তোর অশেষবিধ অত্যাচারের কথা শুনিতে পাই ; আমি বহুদিন পর্য্যন্ত তোরে ধরিবার চেষ্টা করিতেছিলাম, কিন্তু কৃতকাৰ্য্য হইতে পারি নাই ; আজি তুই আমার সম্পূর্ণ বশে আসিয়াছি, তোরে সমুচিত শাস্তি প্রদান করিব। এক্ষণে, তুই আপন সবিশেষ পরিচয় দে। এই কথা শুনিয়া, সেই দস্থ্য, কিঞ্চিম্মাত্র ভীত বা ক্ষুব্ধ না হইয়া, কহিল, আমি থুেসদেশনিবাসী এক জন প্রসিদ্ধ যোদ্ধা। আলেকজাণ্ডর কহিলেন, আরে নরাধম, তুই যোদ্ধা বলিয়া পরিচয় দিতেছিস্ ? তুই চোর, তুই দস্থ্য, তুই লুণ্ঠনব্যবসায়ী, তুষ্ট হত্যাকারী, তুষ্ট দেশের কণ্টকস্বরূপ ; তোর অসাধারণ সাহস আছে, এজন্য আমি তোর প্রশংসা করি ; কিন্তু, তুই অতি দ্বরাচার ও সৰ্ব্বসাধারণের যার পর নাই অনিষ্টকারী, এজন্য আমি অবশ্যই তোরে ঘৃণা করিব ও সমুচিত শাস্তি দিব। ইহা শুনিয়া দস্থ কহিল, আমি কি করিয়াছি যে, আপনি আমায় এত ভৎসন করিতেছেন। তিনি কহিলেন, তুই, আমার অধিকারে বাস করিয়া, আমার প্রভুশক্তির অবমাননা করিয়াছি, এবং আমার প্রজাগণের প্রাণহিংসা ও সৰ্ব্বস্বলুণ্ঠন করিয়া কালযাপন করিস্। দস্থ কহিল, এক্ষণে আমি আপনকার বশে আসিয়াছি, সুতরাং আপনি যে তিরস্কার, যে অপমান বা যে শাস্তিপ্রদান করিবেন, আমায় সে সমস্ত সহ করিতে হইবেক ; আমি সেজন্য কিঞ্চিম্মাত্র শঙ্কিত বা দুঃখিত নহি ; কিন্তু, যদি আমায় আপনকার ভৎসনাবাক্যের উত্তর দিতে হয়, আমি অকুতোভয়ে দিব। আলেকজাণ্ডর কহিলেন, যাহা বলিতে হয়, স্বচ্ছন্দে বল ; কোন ব্যক্তি আমার বশে আসিয়াছে বলিয়া যে, তাহাকে অকুতোভয়ে কথা কহিতে দিব না, আমার সেরূপ রীতি বা প্রকৃতি নহে । দস্থ কহিল, তবে অগ্রে আমি আপনকার প্রতি এক প্রশ্ন করিব, পরে আপনকার প্রশ্নের উত্তর দিব। আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কি রূপে কালযাপন