পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ο Σ Ψ; বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা করিতেছেন ? তিনি কহিলেন, বীর পুরুষের ন্যায় ; দেশে দেশে আমার নাম ও কীৰ্ত্তি ঘোষিত হইতেছে, আমার তুল্য সাহসী পরাক্রান্ত সম্রাট ও দিগ্বিজয়ী আর কে আছে ? দসু্য কহিল, আমার আত্মশ্লাঘা করিতে ইচ্ছা নাই, আর যাহার। আত্মশ্লাঘা করে, তাহাদিগকে ঘৃণা করি ; কিন্তু, এ সময়ে বলা আবশ্বক, এজন্ত বলিতেছি, আমারও বহু দূর পৰ্য্যন্ত নাম ও কীৰ্ত্তি ঘোষিত হইয়াছে, আর আমার তুল্য সাহসী সেনাপতি আর কেহ নাই । আপনি বিলক্ষণ অবগত আছেন, আমি সহজে বিজিত ও আপনকার বশে আনীত হই নাই । আলেকজাণ্ডর কহিলেন, তুই যত বল না কেন, তুই পাপাশয় দুবৃত্ত দস্থ্য ব্যতিরিক্ত আর কিছুই নহিস্। দস্থ কহিল, আমি আপনাকে জিজ্ঞাসা করি, দিগ্বিজয়ী কাহাকে বলে ? আপনি দিগ্বিজয়ী, আপনি কি, অকিঞ্চিৎকর আধিপত্যলাভের চুরাশাগ্রস্ত হইয়া অন্যায়পথ অবলম্বনপূর্বক, মানবমণ্ডলীর প্রাণবধ, সৰ্ব্বস্থলুণ্ঠন প্রভৃতি অশেষবিধ উৎকট অনিষ্টাচরণ করেন নাই ? আমি শত সহচর সমভিব্যাহারে এক প্রদেশে যাহা করিয়াছি, আপনি লক্ষ সহচর সমভিব্যাহারে শত শত প্রদেশে তাহাই করিয়াছেন ; আমি কতিপয় সামান্ত ব্যক্তির সর্বনাশ করিয়াছি, আপনি শত শত ভূপতির সববনাশ করিয়াছেন ; আমি কতিপয় সামান্য গৃহের উচ্ছেদসাধন করিয়াছি, আপনি কত সমৃদ্ধ রাজ্য ও কত সমৃদ্ধ নগরীর উচ্ছেদসাধন করিয়াছেন। এক্ষণে, বিবেচনা করিয়া দেখুন, আমাতে ও আপনাতে বিশেষ কি। তবে, আমি সামান্ত কুলে জন্মিয়ছি, এবং সামান্য দস্থ্য বলিয়া পরিচিত হইয়াছি ; আপনি বিখ্যাত কুলে জন্মগ্রহণ করিয়াছেন, এবং সেই জন্য আমি অপেক্ষা প্রবল ও পরাক্রান্ত দসু্য হইয়াছেন, এইমাত্র বিশেষ । আলেক্জাগুর কহিলেন, আমি অন্তোর ধন লইয়াছি বটে, কিন্তু সেই ধন অকাতরে বিতরণ করিয়াছি ; আমি কোন কোন রাজ্যের ও নগরের উচ্ছেদ করিয়াছি বটে, কিন্তু কত কত সমৃদ্ধ রাজ্য ও নগর সংস্থাপন করিয়াছি। তদ্ব্যতিরিক্ত, আমার যত্নে ও উৎসাহদানে শিল্প, বাণিজ্য ও দর্শনশাস্ত্রের কত উন্নতি হইয়াছে । দম্য কহিল, আমি ধনবানের ধনহরণ করিয়াছি বটে, কিন্তু সেই ধন অনেক দরিদ্রকে অকাতরে দান করিয়াছি ; আমি কখন কাহার গৃহদাহ করিয়াছি বটে, কিন্তু নিজ অর্থ দিয়া অনেক অনাথের গৃহনির্মাণ করাইয়া দিয়াছি ; আমি অন্তোর উপর অত্যাচার করিয়াছি বটে, কিন্তু অনেক বিপন্ন ব্যক্তির বিপদুদ্ধার করিয়াছি। আপনি যে দর্শনশাস্ত্রের উল্লেখ করিলেন, আমি তাহার কিছুমাত্র জানি না বটে, কিন্তু ইহা স্থির জানি, আমি অথবা আপনি জগতের যত অনিষ্ট করিয়াছি, আমরা কিছুতেই তাহার প্রতিশোধ করিতে পারিব না।