পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—তৃতীয় ভাগ (t)ని তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা এত দিন, আমাদিগকে সন্তুষ্ট করিবার নিমিত্ত, কত ক্রীড়া কৌতুক দেখাইলে ; এক্ষণে আমি এক দিন তোমাদিগকে আমাদের দেশের ক্রীড়া কৌতুক দেখাইব । তোমরা অমুক দিন অমুক সময়ে অমুক ভবনে উপস্থিত হইবে । তাহারা শুনিয়া অতিশয় সন্তুষ্ট ও তৎক্ষণাৎ সম্মত হইলেন । তদনন্তর, তিনি স্পানিয়ার্ডদিগকে গোপনে এই উপদেশ দিলেন, তোমরা, স্ব স্ব অস্ত্ৰ শস্ত্র লইয়া, এ রূপে প্রস্তুত হইয়া থাকিবে, যেন, আমি ইঙ্গিত করিবামাত্র, আমার ইচ্ছানুরূপ কৰ্ম্ম সম্পাদন করিতে পার । ক্রীড়াকৌতুকদর্শনের নিরূপিত সময় উপস্থিত হইলে, এনকেয়োন স্বীয় কন্যা, অমাত্যগণ, পারিষদবর্গ ও করদ কাসীকদিগের সমভিব্যাহারে নিৰ্দ্ধারিত আগারে প্রবেশ করিলেন। সকলে, যথাযোগ্য স্থানে উপবিষ্ট হইলেন, এবং উৎমুখ চিত্তে কৌতুকদর্শনের প্রতীক্ষা করিতে লাগিলেন । ওবেণ্ডো, স্পানিয়ার্ডদিগকে যেরূপ আদেশ ও উপদেশ দিয়া রাখিয়াছিলেন, তদনুযায়ী যাবতীয় কার্য্য সুন্দর রূপে সম্পাদিত হইয়াছে দেখিয়া, অভিপ্রেতকার্য্যানুষ্ঠানের সঙ্কেত করিলেন । তদনুসারে, তাহার সৈন্তগণ সেই ভবনের চতুর্দিক বেষ্টন করিল, এবং কোন ব্যক্তিকে তথা হইতে বহির্গত হইতে দিল না ; অনস্তর, ভবনের অভ্যন্তরভাগে প্রবেশপূৰ্ব্বক, কাসীকদিগকে স্তম্ভে বন্ধন করিয়া, এনকেয়োনাকে নিরুদ্ধ করিল ; এবং তোমরা ও তোমাদের রাজ্ঞী আমাদের প্রাণবধের চেষ্টায় ছিলে, এই বলিয়। কাসীকদিগকে যৎপরোনাস্তি যন্ত্রণা দিতে লাগিল ; যাবৎ, অন্ততঃ দুই চারি জন, আর সহ্য করিতে না পারিয়া, রাজ্ঞী ও র্তাহারা অপরাধী বলিয়। স্বীকার না করিলেন, তত ক্ষণ পর্য্যন্ত ক্ষান্ত হইল না । জারাগুয়াবাসীরা বাস্তবিক তাদৃশ দোষে দূষিত নহেন ; কিন্তু স্পানিয়াডের, যন্ত্রণাবলে দুই চারি জনকে অপরাধ স্বীকার করাইয়া, রাজ্ঞীপ্রভৃতি সকলেরই অপরাধ সপ্রমাণ হইল স্থির করিয়া লইল, এবং এই অমূলক অপরাধের দণ্ডবিধানার্থে সেই ভবনে অগ্নিপ্রদান করিল। নিরপরাধ কাসীকের স্তস্তে বদ্ধ থাকিয়া, ভস্মাবশেষ হইলেন। অগ্নিদানসমকালে, ভবনের বহির্ভাগে অতি ভয়ানক হত্যাকাণ্ড আরব্ধ হইল। নগরের যে সমস্ত লোক কৌতুকদর্শনবাসনায় তথায় সমবেত হইয়াছিল, ওবেণ্ডোর অশ্বারোহী সৈনিকের তাহদের উপর অস্ত্র চালাইতে আরম্ভ করিল। স্ত্রীলোক ও বালক পৰ্য্যন্ত ঐ নৃশংস রাক্ষসদিগের হস্ত হইতে নিস্তার পাইল না । এই রূপে, প্রতিশ্রুত ক্রীড়া কৌতুক দর্শন করাইয়া, স্পানিয়া মহাপুরুষের এনাকেয়োনাকে সান ডোমিঙ্গোনামক স্বাধিকৃত স্থানে লইয়া গেল, এবং বিচারাসনে