পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—তৃতীয় ভাগ QS) এই বিবেচনা করিয়া, বহুবিধদ্রব্যবিনিময় দ্বারা, তাহার নিকট হইতে সমস্ত বারুদ গ্রহণ করিল এবং নির্দিষ্ট সময় উপস্থিত হইলে, তৎসমুদয় যত্বপূর্বক ক্ষেত্রে বপন করিতে লাগিল। ইয়ুরোপীয় বণিক, এইরূপ চাতুরী করিয়া, স্বদেশে প্রতিগমন, ও বিনিময়লব্ধদ্রব্যজাতবিক্রয় দ্বারা যথেষ্ট লাভ, করিলেন । মিশৌরীর লোকের, ক্ষেত্রে বারুদ বপন করিয়া ভূরি পরিমাণে ফললাভপ্রত্যাশায়, অশেষবিধ যত্ন করিতে আরম্ভ করিল ; এবং চারা জন্মিলে পাছে বন্য জন্তুতে নষ্ট করিয়া যায়, এই আশঙ্কায়, সতর্ক হইয়া, অহোরাত্র ক্ষেত্রের রক্ষণাবেক্ষণ করিতে লাগিল। বহু দিন অতীত হইল, তথাপি চারা নির্গত হইল না। তখন, অনেকের মনে এই সন্দেহ উপস্থিত হইল, হয় ত, সে ব্যক্তি প্রতারণা করিয়া গিয়াছে। কিন্তু যখন শস্যের নির্দিষ্ট সময় অতীত হইয়া গেল, অথচ অঙ্কুর পর্য্যন্ত অবলোকিত হইল না, তখন তাহার, প্রতারিত হইয়াছি বলিয়া, নিশ্চিত বুঝিতে পারিল, এবং প্রতিজ্ঞ করিল, আর কখনও আমরা ইয়ুরোপীয় লোকের সহিত ব্যবহার, বা তাহদের কথায় বিশ্বাস করিয়া কোন কার্য্য, করিব না । বিস্তর লাভ হওয়াতে, ফরাসি বণিকের বিলক্ষণ লোভ জন্মিয়াছিল ; কিন্তু এই চাতুরীর পর আর মিশৌরী যাইতে সাহস হইল না। তিনি অনেক ভাবিয়া চিন্তিয়া, অবশেষে, অশেষবিধ দ্রব্যসামগ্ৰী সমভিব্যাহারে দিয়া, আপন ব্যবসায়ের অংশীকে তথায় প্রেরণ করিলেন ; কহিয়া দিলেন, আমি তাহাদের সঙ্গে এই চাতুরী করিয়া আসিয়াছি ; সাবধান, যেন তাহারা তোমায় আমার অংশী বা আত্মীয় বলিয়া জানিতে না পারে। অংশীর এই উপদেশ লইয়া, সে ব্যক্তি মিশৌরীতে উপস্থিত হইলেন। তত্রত্য লোকেরা আনীতদ্রব্যদর্শনার্থ যাতায়াত করিতে লাগিল। ফরাসি বণিক পরিচয়প্রদানবিষয়ে অত্যন্ত সাবধান হইয়াছিলেন ; কিন্তু, তত্ৰত্য লোকের কোন প্রকারে বুঝিতে পরিল, যে ব্যক্তি আমাদের সঙ্গে চাতুরী করিয়া গিয়াছে, এ তাহার প্রেরিত ও আত্মীয় ; কিন্তু, তাহার নিকট কোন কথাই ব্যক্ত না করিয়া, কতিপয় দিবস ভাব গোপন করিয়া রহিল। তাহার। গ্রামের মধ্যস্থলে এক স্থান নিরূপিত করিয়া দিলে, বণিকু সমুদয় দ্রব্য তথায় অবতীর্ণ করিলেন। যে সকল লোক পূর্বে প্রতারিত হইয়াছিল, তাহার, আপনাদের অধিপতির অনুমতি গ্রহণপূর্বক, এক কালে দলবদ্ধ হইয়া, ফরাসি বণিকের দ্রব্যালয়ে উপস্থিত হইল, এবং এক মুহূর্তের মধ্যে র্তাহার সমুদয় দ্রব্য বলপূর্বক উঠাইয়া লইয়া স্ব স্ব আলয়ে প্রস্থান \\9