পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& S) o বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা দেখিলাম, আমার বহু কালের বন্ধু কৌন্ট আলবার্ট সম্ভাষণ করিতেছেন। তোমার অবশুই স্মরণ হইবেক, তিনি বিয়েনার রাজসভার এক জন প্রসিদ্ধ পারিষদ, সৰ্ব্বদা প্রফুল্লচিত্ত, সৰ্ব্ব লোকের হৃদয়রঞ্জন, এবং স্ত্রী পুরুষ উভয়জাতির আদর ও প্রশংসার আস্পদ ছিলেন। আমি অনেক বার তোমার মুখে তাহার প্রশংসা শুনিয়াছি ; তুমি কহিতে, তিনি ইদানীন্তন কালের অলঙ্কারস্বরূপ, দয়া, ও সৌজন্যের অদ্বিতীয় আকরম্বরূপ, স্বীয় প্রভূত সম্পত্তি কেবল দীনের দুঃখবিমোচনে নিযোজিত রাখিয়াছেন । তাহার ঈদৃশ অসম্ভাবিত দুরবস্থা দর্শন করিয়া, আমি নিতান্ত শোকাক্রান্ত ও হতবুদ্ধি হইয়া দণ্ডায়মান রহিলাম ; আমার মুখ হইতে বাক্যনিঃসরণ হইল না ; নয়ন হইতে বাষ্পবারি বিগলিত হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে, শোকসংবরণ করিয়া, তাহার ঈদৃশী দশা ঘটিবার কারণ জিজ্ঞাসা করিলাম। তিনি কহিলেন, কিছু দিন হইল, কোন কারণে, এক সেনাপতির সহিত আমার বিবাদ উপস্থিত হয় ; অপমানবোধ হওয়াতে, সম্রাটের আদেশ অমান্ত করিয়া, তাহার সহিত দ্বন্দ্ব যুদ্ধে প্রবৃত্ত হই ; এবং তাহার প্রাণংহার করিয়াছি স্থির করিয়া, পলাইয়া, ইঞ্জিয়ার জঙ্গলে লুকাইয়া থাকি। রাজপুরুষেরা, অনুসন্ধান করিয়া, অামাকে অবরুদ্ধ করে। ঐ স্থানে কতকগুলি দুর্দান্ত দস্থ্য বাস করিত। তাহার, রাজপুরুষদিগের হস্ত হইতে উদ্ধার করিয়া, আমায় আশ্রয় দেয়। তাহাদের সহবাসে নয় মাস কাল যাপন করি । এই দস্থ্যর সন্নিহিত জনপদে অত্যন্ত দৌরাত্ম্য করিত। তাহাদের দমনের নিমিত্ত এক দল সৈন্ত প্রেরিত হয়। দস্তু্যদলে ও সৈন্যদলে ঘোরতর সংগ্রাম হইতে লাগিল। অবশেষে, দসু্যদলের অধিকাংশ নিধনপ্রাপ্ত হইল । হতাবশিষ্ট দমু্যদিগের সহিত ধৃত ও প্রাণদণ্ডার্থে রাজধানীতে নীত হইলাম। তথায় উপস্থিত হইলে, আমায় চিনিতে পারিল । বন্ধুবর্গের সবিশেষ অনুরোধে আমার প্রাণদণ্ড রহিত হইয়া, যাবজ্জীবন এই স্থানে রুদ্ধ থাকিয়া কৰ্ম্ম করিবার আদেশ হইয়াছে। এই রূপে, আলবার্ট আমার নিকট আত্মবৃত্তান্ত বর্ণন করিতেছেন, এমন সময়ে সেই স্থলে এক স্ত্রীলোক উপস্থিত হইলেন । র্তাহার আকার প্রকার দেখিবামাত্র, আমার স্পষ্ট বোধ হইল, ইনি সামান্য নারী নহেন, অবশ্যই কোন সন্ত্রান্ত লোকের কস্যা হইবেন । তাদৃশ ভয়ঙ্কর স্থানে থাকাতে, ও দুঃসহ ক্লেশ ভোগ করাতেও, তাহার অসামান্ত রূপলাবণ্য এক কালে লয় প্রাপ্ত হয় নাই ; তখনও তাহার রূপের বিলক্ষণ মাধুরী ও মোহনী শক্তি ছিল। ফলত, তিনি জৰ্ম্মনির এক অতি সম্রান্ত কুলের কন্য, কৌন্ট আলবর্টির সহধৰ্ম্মিণী । তিনি অত্যন্ত পতিপরায়ণ, যাহাতে পতির অপরাধমার্জন হয়, প্রাণপণে তাহার চেষ্টা