পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q "br বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা এবং যাবৎ রাত্রিশেষ ও সূর্য্যোদয় না হয়, ছাড়িবেন না, স্থির করিলেন ; কিন্তু কাহার কর্ণ ধরিলেন, কিছুই অবধারণ করিতে পারিলেন না। এই ভাবে অবস্থিত হইয়া, তিনি রজনীর অবশিষ্ট ভাগ অতিবাহিত করিলেন । রাত্রি প্রভাত হইলে, এই অদ্ভুত ব্যপারের স্বরূপনির্ণয় হইল। ঐ বাটতে এক বৃহৎ কুকুর ছিল। দেশুলিয়র দেখিলেন, ঐ কুকুরের কর্ণে ধরিয়া আছেন। ভয়ঙ্কর ভৌতিক ব্যাপারের এই রূপে পর্য্যবসান হওয়াতে, তিনি উচ্চৈঃস্বরে হাস্য করিতে লাগিলেন ; অনন্তর, সেই কুকুরের কর্ণ পরিত্যাগপূৰ্ব্বক, নিশ্চিন্ত হইয়া, শয়ন করিয়া রহিলেন । এ দিকে, কোন্ট ও কোণ্টেস, শয়নাগারে প্রবেশ করিয়া, যৎপরোনাস্তি উদ্বেগ ও দুর্ভাবনায় রজনী যাপন করিলেন, এক বারও নয়ন মুদ্রিত করিতে পারিলেন না । তাহার এই বিষয়ের যত আন্দোলন করিতে লাগিলেন, উত্তরোত্তর ততই ব্যাকুল হইতে লাগিলেন। অবশেষে, তাহার। এই সিদ্ধান্ত করিলেন, আমরা প্রাতঃকালে উঠিয়া, দেশুলিয়রের প্রাণত্যাগ হইয়াছে, অবধারিত দেখিতে পাইব । রজনী অবসন্না হইবামাত্র, তাহারা শয়নাগার হইতে বহির্গত হইয়া, বিষন্ন বদনে, অবসন্ন গমনে ভূতাবিষ্ট গৃহের দ্বারদেশে উপস্থিত হইলেন, সাহস করিয়া সহসা সেই গৃহে প্রবেশ করিতে পারিলেন না। কিয়ৎক্ষণ পরে, প্রবেশ করিয়াও, কথা কহিতে র্তাহীদের সাহস হইল না। রাত্রিতে কি সৰ্ব্বনাশ ঘটিয়াছে, কিছুই স্থির করিতে না পারিয়া, স্তব্ধ ও হতবুদ্ধি হইয়া, উভয়ে দণ্ডায়মান রহিলেন । তাহাদিগকে সমাগত দেখিয়া, দেশুলিয়র মশারির অভ্যন্তর হইতে বিনির্গমনপূর্বক, প্রাতঃকৰ্ত্তব্য নমস্কার সম্ভাষণাদি করিয়া, সহস্য মুখে তাহাদের সম্মুখে দণ্ডায়মান হইলেন। তাহাকে জীবিত, অক্ষতশরীর ও প্রফুল্লহৃদয় দেখিয়া, তাহাদের কলেবরে প্রাণসঞ্চার হইল। রাত্রিতে যার পর যে ঘটনা হইয়াছিল, তৎসমুদয় তিনি অবিকল বর্ণন করিতে লাগিলেন । শুনিতে শুনিতে তাহদের হৃৎকম্প হইতে লাগিল। অবশেষে, দেশুলিয়র কৌন্ট মহাশয়কে সম্বোধন করিয়া কহিলেন, এ বিষয়ে আপনকার বিলক্ষণ ভ্ৰম জন্মিয়৷ আছে, এবং প্রশ্রয় দেওয়াতে, সেই ভ্ৰম ক্রমে বদ্ধমূল হইয়া গিয়াছে ; আর আপনকার তাদৃশ অমূলক কুসংস্কার থাকা উচিত নহে। আপনারা যাহাকে ভূত বলিয়া, স্থির করিয়া রাখিয়াছেন, ঐ দেখুন, সে শুইয়া রহিয়াছে। এই বলিয়, অঙ্গুলিনির্দেশপুৰ্ব্বক, তিনি ঐ কুকুর দেখাইয়া দিলেন, এবং হাস্যমুখে রাত্রিবৃত্তান্তের শেষ ভাগ বর্ণন করিলেন।