পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢ 8२ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা শোকে ও অনুশয়ে দগ্ধ হইয়া আত্মঘাতী হইতে হইবেক । অতএব, ক্ষান্ত হও, আমায় প্রোণত্যাগ করিতে দাও । জ্যেষ্ঠের এই সকল কথা শুনিয়া, কনিষ্ঠ কহিলেন, তুমি অবধারিত জানিবে, আমি কোন ক্রমেই তোমায় আমার সমক্ষে প্রাণত্যাগ করিতে দিব না ; এই বলিয়া, জানুপাতনপূৰ্ব্বক, দৃঢ় বন্ধনে র্তাহার চরণে ধরিয়া, রোদন করিতে লাগিলেন। জ্যেষ্ঠ ও অন্যান্য সকলে বিস্তর চেষ্টা পাইলেন, কিন্তু কোন ক্রমেই তাতার ভুজবন্ধনের অপনয়ন করিতে পারিলেন না । তখন, জ্যেষ্ঠ কহিলেন, বৎস, তুমি এ অধ্যবসায় পরিত্যাগ কর ; আমি যেরূপ করিতেছিলাম, আমার অসদ্ভাবে, তুমি সেইরূপ আমার পুত্রকন্যাদিগের লালনপালন, আমার পত্নীর রক্ষণাবেক্ষণ ও অনাথ। ভগিনীদিগের ভরণপোষণ করিতে পরিবে । অতএব, আমার কথা শুন, ক্ষান্ত হও, আমায় প্রাণত্যাগ করিতে দাও । এই রূপে জ্যেষ্ঠ কনিষ্ঠকে অনেক প্রকারে বুঝাইলেন, কিন্তু কোন ক্রমেই র্তাহাকে বিরত করিতে পারিলেন না। অবশেষে, তাহাকে কনিষ্ঠের প্রস্তাবে সম্মত হইতে হইল । অনন্তর, অপর তিন জন ও সেই যুবক অর্ণবপ্রবাহে প্রক্ষিপ্ত হইলেন। তিন জন তৎক্ষণাৎ আদর্শন প্রাপ্ত হইলেন ; কিন্তু, সেই যুবক সন্তরণবিষয়ে বিলক্ষণ নিপুণ ছিলেন, এজন্য সহসা জলমগ্ন হইলেন না। তিনি, কিয়ৎ ক্ষণ সন্তরণপূর্বক, প্রাণভয়ে অভিভূত ও কাতর হইয়া, দক্ষিণ হস্ত দ্বারা পিনেসের ক্ষেপণী ধারণ করিলেন । একজন পোতবাহক অস্ত্র দ্বারা তৎক্ষণাৎ তাহার হস্তচ্ছেদন করিলে, তিনি পুনরায় সস্তরণ করিতে লাগিলেন, এবং কিয়ৎ ক্ষণ পরে, অপর হস্ত দ্বারা পিনেসের ক্ষেপণী অবলম্বন করিলেন । তখন পোতবাহক পূৰ্ব্ববৎ তাহার ঐ হস্তেরও ছেদন করিল। তিনি, পুনরায় অর্ণবপ্রবাহে পতিত হইলেন, কিন্তু তখনও জলমগ্ন না হইয়া, শোণিতোদগার দুই ছিন্ন হস্ত উদ্ধে তুলিয়া, পিনেসের সন্নিহিত দেশে সস্তরণ করিতে লাগিলেন । সেই যুবকের ভ্রাতৃস্নেহের একশেষদর্শনে, সকলেরই হৃদয় দ্রবীভূত হইয়াছিল, এক্ষণে র্তাহার এই অবস্থা অবলোকন করিয়া, সকলেরই অন্তঃকরণে যার পর নাই করুণার উদয় হইল। তাহার। সকলেই অগ্রুবিসর্জন করিতে লাগিলেন, এবং কিয়ৎ ক্ষণ পরে একবাক্য হইয়া.কহিলেন, আমাদের ভাগ্যে যাহ থাকে তাহাই ঘটিবেক, আমরা অবশ্যই উহার প্রাণরক্ষা করিব ; জন্মাবচ্ছিন্নে কেহ কখন ভ্রাতৃস্নেহের এরূপ দৃষ্টান্ত অবলোকন করি নাই। এই বলিয়া, তাহারা তৎক্ষণাৎ তাহাকে পিনেসে উঠাইয়া লইলেন, এবং কথঞ্চিৎ তদীয় হস্তের শিরাবন্ধন করিয়া, শোণিতস্রাব স্থগিত করিলেন ।