পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—তৃতীয় ভাগ (8సి হইয়াছিলেন, এজন্য নিতান্ত ব্যগ্র হইয়া, হাচেনকে এই সমস্ত বিরূপ ঘটনার কারণ জিজ্ঞাসা করিলেন। সে সংক্ষেপে সমস্ত বৃত্তান্ত বর্ণন করিয়া মূৰ্ছিত ও ভূতলে পতিত হইল। গৃহস্বামী অনেক কষ্টে তাহার চৈতন্য সম্পাদন করিলেন। অনন্তর, সকলে, মিলঘরে প্রবেশ করিয়া, যন্ত্রের গতি স্থগিত করিলেন । অচেতন দত্ম্য তন্মধ্য হইতে নিষ্কাশিত হইল । পরে, সকলে, গৃহস্বামীর শয়নাগারের দ্বার উদঘাটিত করিয়া, বটেলরকে রুদ্ধ করিলেন। উভয়ে তৎক্ষণাৎ রাজপুরুষদিগের হস্তে সমপিত হইল, এবং অনতিবিলম্বে উৎকট অপরাধের সমুচিত প্রতিফল পাইল । গৃহস্বামী, হাচেনের মুখে আছোপাস্ত সমস্ত বৃত্তান্ত সবিশেষ অবগত হইয়া, তদীয় অদ্ভুত সাহস, অবিচলিত প্রভুভক্তি, ও নিরতিশয় প্রত্যুৎপন্নমতিত্ব দর্শনে মোহিত ও চমৎকৃত হইলেন, এবং এই সমস্ত অসাধারণ গুণের পুরস্কারস্বরূপ আপন জ্যেষ্ঠ পুত্রের সহিত তাহার বিবাহ দিলেন। হাচেন অতি দীনের কন্য। তাহার ভাগ্যে ঈদৃশ সম্পন্ন পরিবারে পরিণয় ঘটিবার কোন সম্ভাবনা ছিল না । সে, এক্ষণে আশার অতিরিক্ত ফল লাভ করিয়া, সুখে ও স্বচ্ছন্দে কালহরণ করিতে লাগিল । দয়া ও সৌজন্যের পরা কাষ্ঠী খৃষ্টধৰ্ম্মাবলম্বীদিগের মধ্যে কোয়েকর নামে এক সম্প্রদায় আছে। ঐ সম্প্রদায়ের লোকদিগের নিয়ম এই, তাহারা প্রাণান্তেও অন্তের অনিষ্টাচরণ করেন না, এবং অন্ত্যে তাহাদের অনিষ্টাচরণে প্রবৃত্ত হইলেও, তাহার রোষের বশবৰ্ত্তী হইয়া বৈরসাধনে উদ্যত হয়েন না । ইংলণ্ডের অধীশ্বর দ্বিতীয় চালসের অধিকারকালে, এক জাহাজ বাণিজ্যার্থে বীনিস যাত্র; করিয়াছিল। ঐ জাহাজের অধ্যক্ষ ও তদীয় সহকারী কোয়েকর সম্প্রদায়ের লোক ছিলেন । এই সময়ে, খৃষ্টধৰ্ম্মাবলম্বী ইয়ুরোপীয় লোক ও মুসলমানধৰ্ম্মাবলম্বী তুরুষ্কজাতি, এ উভয়ের পরস্পর অত্যন্ত বিরোধ ও বিদ্বেষ ছিল । সুযোগ পাইলে, তাহারা পরস্পরের জাহাজলুণ্ঠন ও তত্ৰত্য লোকদিগকে রুদ্ধ করিয়া দাসরূপে বিক্রয় করিতেন। পূৰ্ব্বোক্ত জাহাজ বীনিস হইতে প্রতিগমন করিতেছে, পথিমধ্যে তুরুষ্কজাতীয় দত্ম্যদল আক্রমণ করিয়া, তত্ৰত্য লোকদিগকে নিরস্ত্র ও আপনাদিগের সম্পূর্ণ আয়ত্ত করিয়া লইল, এবং দশ জন তুরুষ্কদস্থ্য, আয়ত্ত্বীকৃত লোকদিগকে দাসরূপে বিক্রয় করিবার নিমিত্ত, ঐ জাহাজ আফ্রিকায় লইয়া চলিল ।