পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q(?bア বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা এই কথা শ্রবণ করিয়া, রজর কহিল, যদি তুমি এ রূপে আপনার পরিত্রাণ করিতে পার, আমি তাহাতে আহলাদিত আছি। তবে তোমার সহিত আমার যে প্রণয় জন্মিয়াছে, কলেবরে প্রাণসঞ্চার থাকিতে, সে প্রণয়ের অপনয়ন হইবেক না ; সুতরাং তোমার বিরহে আমার আরও অধিক যন্ত্রণাভোগ করিতে হইবেক । সে যাহা হউক, আমি তোমার নিকট এই প্রার্থনা করিতেছি, যদি তুমি নিরাপদে, এই বিপদ হইতে উত্তীর্ণ হইয়া, দেশে যাইতে পার, আমার পিতার অন্বেষণ করিও ; তিনি বৃদ্ধ হইয়াছেন, যদি পুত্ৰশোকে অদ্যাপি জীবিত থাকেন, তাহকে বলিবে— এই পৰ্য্যস্ত বলিবামাত্র, এণ্টোনিয় তাহার কথা স্থগিত করিয়া কহিল, তুমি কি মনে করিয়াছ, আমি তোমায় এই অবস্থায় রাখিয়া, একাকী এখান হইতে যাইব ; তাহা কখনই হইবেক না ; তোমায় আমায় অভেদশরীর ; হয় দুষ্ট জনেই নিস্তার পাইব, নয় দুই জনেই প্রাণত্যাগ করিব । এণ্টোনিয়ের কথা শুনিয়া, রজর কহিল, সখে! তুমি যাহা কহিতেছ, যথার্থ বটে ; কিন্তু, আমি সস্তরণ জানি না, কি রূপে তোমার সঙ্গে এই দুস্তর সলিলরাশি অতিক্রম করিয়া জাহাজে যাইব । এণ্টোনিয় কহিল, তুমি সে জন্য উদ্বিগ্ন হইও না, তুমি আমার কটিবন্ধ ধরিয়া থাকিবে, আমার শরীরে প্রভূত সমর্থ্য ও সন্তরণে বিলক্ষণ ক্ষমতা আছে, আমি অনায়াসে তোমায় লইয়া জাহাজ পৰ্য্যন্ত যাইতে পারিব । রজর কহিল, এণ্টোনিয়, ও কল্পনায় কোন ফলোদয় হইবে না ; হয় আমি, ভয়ে অভিভূত হইয়া, তোমার কটিবন্ধ ছাড়িয়া দিব, নয় টানাটানি করিয়া তোমাকেও জলমগ্ন করিব । অতএব ও কথায় অর কাজ নাই । বলিতে কি, তোমার প্রস্তাব শুনিয়া আমার হৃৎকম্প হইতেছে । আমার কথা শুন, আমার ভাগ্যে যাহা আছে তাহাই ঘটিবে, তুমি আত্মরক্ষার উপায় দেখ, আর বৃথা সময় নষ্ট করিও না, এস তোমায় শেষ আলিঙ্গন করি । এই বলিয়া, রজর অশ্রুপূর্ণ লোচনে এন্টোনিয়কে আলিঙ্গন করিল। তখন এণ্টোনিয় কহিল, বয়স্ত ! রোদন করিতেছ কেন, এ অশ্রুবিসর্জনের সময় নয়। উপায়চিস্তনে বিরত, অথবা উপস্থিত উপায়ের অবলম্বনে বিমুখ, হইয় অশ্রুবিসর্জন করা নারীর কৰ্ম্ম, এরূপ আচরণ করা পুরুষের ধৰ্ম্ম নহে। অতএব, সাহস অবলম্বন কর, আর বাধ৷ দিও না। যদি আর বিলম্ব কর, উভয়েই মারা পড়িব ; পরে আর এরূপ স্থযোগ ঘটিবে না। আমি তোমায় শেষ কথা বলিতেছি, যদি তুমি আমার প্রস্তাবে সম্মত ন৷ হও, আমি এই মুহূৰ্ত্তে তোমার সমক্ষে আত্মঘাতী হইব ।