পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৬২ বিদ্যাসাগর-গ্রস্থাবলী—শিক্ষা তাহার রমণীয়গুণগ্রামদর্শনে, সাতিশয় প্রীত ছিলেন, এবং তাহাকে আপন আপন প্রাণ অপেক্ষা অধিক ভাল বাসিতেন । ক্লিয়ন্থেটিস, শ্বশুরকে রাজ্যচু্যত করিয়া, স্বয়ং রাজপদে প্রতিষ্ঠিত হইবার অভিলাষে, চক্রান্ত করিলেন । লিয়নিডাস, চক্রান্তের সন্ধান পাইয়া, এবং জামাতার অভিসন্ধি কত দূর পর্য্যন্ত তাহার নিশ্চিত সংবাদ জানিতে না পারিয়া, প্রাণবিনাশশঙ্কায় এক দেবালয়ে আশ্রয়গ্রহণ করিলেন। পূৰ্ব্বকালীন গ্রীকদিগের এই রীতি ছিল, যদি কোন ব্যক্তি প্রাণভয়ে পলাইয়া দেবালয়ে প্রবেশ করিত, সে উৎকট অপরাধ করিলেও, যত ক্ষণ দেবালয়ের সীমার মধ্যে থাকিত, র্তাহারা তাহার বিরুদ্ধাচরণে প্রবৃত্ত হইতেন না। খিলোনিস, পিতার এই অতর্কিত বিপৎপাতের বিযয় সবিশেষ অবগত হইয়া, শোকে ম্ৰিয়মাণ হইলেন, এবং পতিসমীপে উপস্থিত হইয়া কৃতাঞ্জলিপুটে কহিতে লাগিলেন, কেন তুমি এরূপ অপকৰ্ম্মে প্রবৃত্ত হইয়াছ ; ইহাতে অধৰ্ম্ম, অপযশ ও পরিণামে নানা অনর্থ ঘটিবার সম্পূর্ণ সম্ভাবনা আছে ; অতএব, ক্ষান্ত হও, এ অধ্যবসায় পরিত্যাগ কর ; যদি তুমি আমার অনুরোধ রক্ষা না কর, আমি তোমার সমক্ষে আত্মঘাতিনী হইব ; আমি জীবিত থাকিয়া, পিতার দুরবস্থ। দর্শন করিতে পারিব না। এই বলিয়া, পতির চরণে পতিত হইয়া, খিলোনিস অবিশ্রান্ত অশ্রুবিসর্জন করিতে লাগিলেন। ক্লিয়ন্থেটিস, দুরাকাঙ্ক্ষার আতিশয্যবশতঃ, রাজ্যভোগের লোভসংবরণে অসমর্থ হইয়া, কহিলেন, কেন তুমি আমায় বিরক্ত করিতেছ ; তুমি আমার প্রেয়সী, আমি তোমায় প্রাণ অপেক্ষ ভাল বাসি, তাহার কোন সন্দেহ নাই ; কিন্তু, এ বিষয়ে আমি তোমার অনুরোধ রক্ষা করিতে পারিব না। তুমি স্ত্রীজাতি, রজনীতির মৰ্ম্ম কি বুঝিবে ; এরূপ বিষয়ে তোমার হস্তীর্পণ করা উচিত নহে। খিলোনিস, এই রূপে হতাদর হইয়া, আপন আবাসগৃহে প্রতিগমন করিলেন, এবং পিতার নিমিত্ত নিতান্ত আকুলচিত্ত হইয়া, স্বামিসহবাসস্থখে বিসর্জন দিয়া, পিতৃসন্নিধানে উপস্থিত হইলেন। সেই অবস্থায় পিতাকে যতদূর সুখে ও স্বচ্ছন্দে রাখিতে পারা যায় তিনি প্রাণপণে তাহার চেষ্টা করিতে লাগিলেন। ফলতঃ, তদীয় সন্নিধান, পরিচর্য্যা ও সান্তনাবাদ দ্বারা লিয়নিডাসের দুঃখ ও শোকের অনেক লাঘব বোধ হইয়াছিল : , কিয়ৎ দিন পরে, লিয়নিডাসের অবস্থার পরিবর্ত হইল। তিনি পুনরায় রাজপদে প্রতিষ্ঠিত হইলেন । তদর্শনে খিলোনিস, আহলাদসাগরে মগ্ন হইয়া, পতিগৃহে প্রতিগমন করিলেন, এবং পতির অগোচরে ও অসম্মতিতে পিতৃসন্নিধানে গমন করিয়াছিলেন,