পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—তৃতীয় ভাগ (tvუ(& লিয়নিডাস পুৰ্ব্বাপর সমুদয় শ্রবণ ও অবলোকন পূর্বক, কিয়ৎ ক্ষণ মৌনাবলম্বন করিয়া রহিলেন ; অনস্তর, সন্নিহিত আত্মীয়বর্গের সহিত পরামর্শ করিয়া, ক্লিয়ন্থেটিসকে কহিলেন, আরে দুরাত্মন! আমি কেবল কন্যার অনুরোধে তোর প্রাণবধে ক্ষান্ত হইলাম ; কিন্তু, তোরে আমার অধিকারে থাকিতে দিব না ; আমি আদেশ দিতেছি, তুই এই দণ্ডে স্পার্ট হইতে প্রস্থান কর। অনন্তর, তিনি তনয়াকে সম্বোধন করিয়া কহিলেন, বৎসে ! আমি কেবল তোমার অনুরোধে এই নরাধমের প্রাণবধ করিলাম না ; এক্ষণে, শোকপরিত্যাগ করিয়া, আমার সঙ্গে আবাসে আইস, তোমায় উহার সমভিব্যাহারিণী হইতে হইবে না। এ বিষয়ে আমি তোমার প্রতি যেরূপ স্নেহ ও দয়া প্রদর্শন করিলাম, তাহাতে তোমার আমায় পরিত্যাগ করিয়া যাওয়া উচিত নহে। লিয়নিডাসের অনুরোধ ফলদায়ক হইল না। ক্লিয়ন্থেটিস উখিত ও দণ্ডায়মান হইলে, থিলোনিস জ্যেষ্ঠ সন্তানটিকে তাহার হস্তে প্রদান করিলেন, এবং কনিষ্ঠটিকে স্বয়ং ক্রোড়ে লইয়া, পিতার চরণবন্দনাপূর্বক পতিসমভিব্যাহারে নির্বাসনে প্রস্থান করিলেন । পুরুষজাতির নৃশংসতা ইংলণ্ডের রাজধানী লণ্ডন নগরে, তামস ইঙ্কল নামে এক ব্যক্তি ছিল । সে সঙ্গতিপন্ন লোকের সন্তান ; যাহাতে সে উপার্জনে ও লাভালাভপরিদর্শনে সম্যক সমর্থ হয়, তাহার পিতা তাহাকে বিলক্ষণ রূপে তদুপযোগিনী শিক্ষা দিয়াছিলেন। ইঙ্কলের পিতা যথেষ্ট সঙ্গতি করিয়া গিয়াছিলেন, তথাপি সে, অর্থলোভের বশীভূত হইয়া, অধিকতর উপার্জন মানসে, বিংশতিবৎসর বয়ঃক্রমকালে, আমেরিক যাত্রা করিল। ইঙ্কল যে অর্ণবপোতে যাইতেছিল, খাদ্য সামগ্রীর অসদ্ভাব উপস্থিত হওয়াতে, তৎসংগ্রহার্থে উহা আমেরিকার এক স্থানে গিয়া নঙ্গর করিল। অর্ণবপোতস্থিত অনেকেই তীরে অবতীর্ণ হইল, এবং ইতস্ততঃ ভ্রমণ ও অবলোকন করিতে লাগিল। তন্মধ্যে, ইঙ্কলপ্রভৃতি কতিপয় ব্যক্তি, অপরিজ্ঞাত রূপে, অনেক দূর পর্য্যন্ত গমন করিয়াছিল। ইতিপূর্বে ইয়ুরোপীয়ের আমেরিকার আদিম নিবাসীদিগের সর্বনাশ করিয়াছিলেন, এজন্য উহারা তাহদের উপর খড়গহস্ত হইয়া ছিল, সুযোগ পাইলে বৈরসাধনের ক্রটি করিত না। কতিপয় ইয়ুরোপীয়কে তীরে উঠিয়া ভ্রমণ করিতে দেখিয়া, উহার অস্ত্র