পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(?bre বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা অবসান হইল। যিনি তোমার আলয়ে আসিয়াছিলেন, তিনি চিকিৎসক বা সামান্য ব্যক্তি নহেন ; জৰ্ম্মনির সম্রাট পরম দয়ালু দ্বিতীয় জোজেফ ; তিনি, তোমার দুরবস্থাদর্শনে দয়ার্ডচিত্ত হইয়া, এই কাগজে তোমাকে অনেক টাকা দিবার অনুমতি লিখিয়া দিয়াছেন । শ্রবণমাত্র, সেই স্ত্রীর ও তাহার পুত্রের অন্তঃকরণে যেরূপ ভাবের উদয় হইতে লাগিল, তাহ বর্ণন করিতে পারা যায় না। তাহারা উভয়েই, সম্রাটের দয়া ও সৌজন্যের একশেষদর্শনে মোহিত ও চমৎকৃত হইয়া, কিয়ৎ ক্ষণ স্তব্ধ হইয়া রহিল ; অনন্তর, অশ্রুপূর্ণ লোচনে গদগদবচনে জগদীশ্বরের নিকট র্তাহার অচল রাজ্য ও দীর্ঘ আয়ু প্রার্থনা করিতে লাগিল। এই অতর্কিত আনুকূল্য লাভ করিয়া, সেই স্ত্রীলোক ত্বরায় রোগমুক্ত হইল, এবং সুখে ও স্বচ্ছন্দে সংসারযাত্রা নির্বাহ করিতে লাগিল । আর এক দিন, সম্রাট রাজপথে একাকী ভ্রমণ করিতেছেন, এমন সময়ে, এক দীন বালিকা, সেই পথ দিয়া, আপনার বস্ত্র বিক্রয় করিতে যাইতেছে। সে সম্রাটকে চিনিত ন, সুতরাং তাহাকে লক্ষ্য না করিয়া, তাহার সম্মুখ দিয়া, চলিয়া যাইতে লাগিল। কিন্তু তিনি তাহার মুখ দেখিয়া স্পষ্ট বুঝিতে পারিলেন, সে অত্যন্ত দুরবস্থায় পড়িয়াছে। তখন তিনি তাহাকে, সদয় সম্ভাযণ করিয়া, জিজ্ঞাসা করিলেন, অয়ি বালিকে । কিজহ তোমায় বিবর্ণ ও বিষঃ দেখিতেছি, বল । এই সস্নেহ বাক্য শ্রবণ করিয়া, বালিকা দণ্ডায়মান হইল, এবং কহিতে লাগিল, মহাশয় ! কিছু দিন হইল, আমি পিতৃহীন হইয়াছি ; আমাদের এরূপ দুরবস্থা যে, দিনপাত হওয়া কঠিন ; আমার জননী অসুস্থ হইয়াছেন, র্তাহার পথ্য ও ঔষধের নিমিত্ত আর কোন উপায় দেখিতে ন পাইয়া, অবশেষে আমার বস্ত্র বিক্রয় করিতে যাইতেছি ; আমার আর বস্ত্র নাই ; আজি ইহা বিক্রয় করিয়া কথঞ্চিৎ চলিবে, কালি কি উপায় হইবেক, এই ভাবিয়া আমি অস্থির হইয়াছি ; বোধ হয়, পথ্য ও ঔষধের অভাবে তাহাকে প্রাণত্যাগ করিতে হইবেক । এই বলিবামাত্র, সেই বালিকার নয়নযুগল হইতে প্রবল বেগে বাষ্পবারি বিগলিত হইতে লাগিল। সে কিয়ৎ ক্ষণ মৌনাবলম্বন করিয়া রহিল ; অনস্তর, শোকসংবরণ করিয়া কহিতে লাগিল, মহাশয় । যদি এ রাজ্যে ন্যায় অন্যায় বিচার থাকিত, তাহ হইলে কখনই আমাদের এরূপ দুরবস্থা ঘটিত না ; আমার পিতা বহু কাল সৈন্যসংক্রান্ত কৰ্ম্মে নিযুক্ত ছিলেন, এবং যেরূপ যত্ন ও উৎসাহ সহকারে কৰ্ম্ম নির্বাহ করিয়াছিলেন, সম্রাট, ন্যায়বান হইলে, তিনি সবিশেষ পুরস্কার পাইতে পারিতেন ; পুরস্কার পাওয়া দূরে