পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—তৃতীয় ভাগ Qbr) থাকুক, যখন তিনি বৃদ্ধ ও অকৰ্ম্মণ্য হইলেন, তখন আর সম্রাট, তাহার কোন সংবাদ লইলেন না। তিনি অর্থাভাবে, শেষ দশায়, অশেষবিধ ক্লেশ ভোগ করিয়া, প্রাণত্যাগ করিয়াছেন । সম্রাট শুনিয়া সাতিশয় দুঃখিত ও শোকাকুল হইলেন, এবং তাহাকে সান্তনপ্রদানার্থে কহিলেন, তুমি সম্রাটের উপর যে দোষারোপ করিতেছ, তাহ বোধ হয় বিচারসিদ্ধ নহে ; তাহার উপর তোমাদের যে দাওয়া আছে, হয় ত তিনি তাহ জানিতেই পারেন নাই ; তাহাকে রাজশাসনসংক্রান্ত নানা বিষয়ে নিরন্তর ব্যাপৃত থাকিতে হয় ; তোমার পিতার দুরবস্থার বিষয় তাহার গোচর হইলে, অবশ্যই তিনি সমুচিত বিবেচনা করিতেন। এক্ষণে, তোমায় পরামর্শ দিতেছি, সবিশেষ সমস্ত বিবরণ লিখিয়া, তাহার নিকট প্রার্থনাপত্র প্রদান কর। এই কথা শুনিয়া, বালিকা কহিল, মহাশয় । আপনি প্রার্থনাপত্রপ্রদানের পরামর্শ দিতেছেন বটে, কিন্তু তদ্বারা আমাদের উপকারের কোন প্রত্যাশা নাই ; আমাদের কেহ সহায় নাই ; দুঃখীর পক্ষে অনুকূল কথা বলে, এমন লোক দেখিতে পাই না ; যদি আমাদের সম্পত্তি থাকিত, অনেকে আমাদের আত্মীয় হইত ও সহায়তা করিত ; আমাদের মত লোকের প্রার্থনা সম্রাটের গোচর হওয়া কোন মতেই সম্ভাবিত নহে। তখন সম্রাট কহিলেন, তুমি সে জন্য উদ্বিগ্ন হইও না ; সম্রাটের নিকট আমার বিলক্ষণ প্রতিপত্তি আছে, আমি অঙ্গীকার করিতেছি, সাধ্যানুসারে তোমাদের সহায়তা করিব ; আর বোধ করি, যাহাতে তোমাদের পক্ষে যথার্থ বিচার হয়, আমি তাহা করিতে পারিব । ইহা কহিয়, তিনি সেই বালিকার হস্তে কতিপয় মুদ্রা প্রদানপূর্বক কহিলেন, তোমার বস্ত্রবিক্রয় করিবার প্রয়োজন নাই, গৃহে গমন কর; তুমি দুই দিবস পরে, রাজবাটীতে গিয়া, আমার সহিত সাক্ষাৎ করিবে ; ইতিমধ্যে আমি তোমাদের বিষয়ে চেষ্টা দেখিব, এবং কত দূর করিতে পারি, তাহা তোমাকে জানাইব ; তুমি ঐ দিন অবশু আমার নিকটে যাইবে, কোন মতে অন্যথা করিবে না। এই বলিয়া, তাহার পিতার নাম জিজ্ঞাসা করিয়া লইলেন, এবং তাহাকে আশ্বাসিত হইতে কহিয়া প্রস্থান করিলেন। বালিকা, তাহার এইরূপ নিরুপাধি দয়া ও অসামান্ত সৌজন্য দর্শনে, মোহিত ও চমৎকৃত হইল, এবং আহ্নাদে পুলকিত হইয়া, বাষ্পবারিপরিপূরিত নয়নে কিয়ৎ ক্ষণ র্তাহার দিকে নিরীক্ষণ করিয়া রহিল ; পরে, তিনি দৃষ্টিপথের বহিভূত হইলে, গৃহপ্রতিগমনপূর্বক, আপন জননীর নিকট সবিশেষ সমস্ত বর্ণন করিল।