পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qbペ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা সম্রাটু, রাজবাটীতে প্রবিষ্ট হইয়াই, উপস্থিত বিষয়ের অনুসন্ধানে প্রবৃত্ত হইলেন, এবং অবিলম্বে জানিতে পারিলেন, বালিকা যাহা কহিয়াছিল, তাহার সমস্তই সম্পূর্ণ সত্য। বালিকা ও তাহার জননী যে অকারণে এত দিন কষ্টভোগ করিতেছে, এবং তাহার পিতাও যে শেষ দশায় ক্লেশভোগ করিয়া প্রাণত্যাগ করিয়াছে, এজন্য তিনি যৎপরোনাস্তি ক্ষোভ ও পরিতাপ প্রাপ্ত হইলেন, এবং কালবিলম্ব না করিয়া, তাহীদের উভয়কে রাজবাটীতে আনাইলেন। সেই বালিকার পিত। যত বেতন পাইতেন, তৎসমান পেন্সন প্রদানের আদেশ দিয়া, তিনি তাহাদিগকে বিনীত ভাবে কহিলেন, যথাকালে পেন্সন না পাওয়াতে, তোমাদিগকে অনেক ক্লেশভোগ করিতে হইয়াছে, সে জন্য আমি তোমাদের নিকট ক্ষমাপ্রার্থনা করিতেছি ; তোমরা বিবেচনা করিয়া দেখ, আমি ইচ্ছাপূর্বক তোমাদিগকে ক্লেশ দি নাই। যদি, তোমাদের পরিচিতের মধ্যে, কাহার পক্ষে কোন অন্যায় ঘটিয়া থাকে, এই প্রার্থনা করিতেছি, তোমরা তাহাদিগকে আমায় জানাইতে কহিবে । এই বলিয়া, সম্রাট তাহাদিগকে বিদায় দিলেন, এবং তদবধি এই নিয়ম করিলেন, এবং ঘোষণা করিয়া দিলেন যে, তিনি সপ্তাহের মধ্যে অমুক দিন প্রজাদিগের সহিত সাক্ষাৎ করিবেন, এবং র্যাহার যে প্রার্থনা বা অভিযোগ থাকে, তিনি সেই সময়ে তাহাকে জানাষ্টতে পরিবেন। সম্পূর্ণ ‘আখ্যানমঞ্জরী যখন প্রথম লিখিত হয়, তখন দুই ভাগে সম্পূর্ণ হইয়াছিল। ১৮৬৮ সালের ফেব্রুয়ারি মাসে "কলিকাতাস্থ কোনও বিদ্যালয়ের প্রধান শিক্ষক” মহাশয়ের অভিপ্রায় অতুসারে অপেক্ষাকৃত অল্পবয়স্ক বালকদিগের জন্য বিদ্যাসাগর মহাশয় খুব সরল ভাযায় আরও কতকগুলি আখ্যান রচনা করিয়া আখ্যানমঞ্জরী প্রথম ভাগ' স্বরূপ প্রচার করেন ; পূৰ্ব্বে প্রকাশিত প্রথম ভাগটি দ্বিতীয় ভাগ রূপে এবং দ্বিতীয় ভাগটি তৃতীয় ভাগ রূপে গণ্য হয়। আমরা প্রথম দুই ভাগ পরবর্তী সংস্করণ হইতে এবং তৃতীয় ভাগ বিদ্যাসাগর মহাশয়ের জীবিতকালে ( ১৮৬৯ খ্ৰীষ্টাব্দে ) প্রকাশিত সংস্করণ হইতে পুনমুদিত করিলাম। এইটি পূর্ববর্তী দ্বিতীয় ভাগের যষ্ঠ সংস্করণ।