পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পশুগণের প্রতি ব্যবহার এই ভূমণ্ডলে এবংবিধ বহু ক্ষুদ্র জীব জন্তু আছে যে, তাহারা মানব জাতির কখন কোন অপকার করে না। কিন্তু কোন কোন লোক স্বভাবতঃ এমন নিষ্ঠুর যে, দেখিবামাত্র ঐ সমস্ত ক্ষুদ্র জীবকে নানা প্রকারে ক্লেশ দেয় ও উহাদিগের প্রাণবধ করে। কিন্তু এরূপ কৰ্ম্ম করা কদাচ উচিত নহে, কারণ অকারণে কোন প্রাণীকে ক্লেশ দেওয়া অত্যন্ত অন্যায় কৰ্ম্ম । যদি কখন আমরা কোন দুৰ্ব্বল প্রাণীকে যাতনা দিতে অথবা তাহার প্রাণহিংসা করিতে উদ্যত হই, তৎকালে আমাদিগের এই বিবেচনা করা আবশ্বক, কোন প্রবল প্রাণী আমাদিগের প্রতি ঐরূপ আচরণ করিলে আমরা কি মনে করি। যদি আমরা আমোদ বা কাৰ্য্যসৌকর্য্যার্থে অশ্ব অথবা অন্য কোন জন্তু পুষি, তবে ঐ পোষিত জন্তুকে পর্য্যাপ্ত ভোজন দেওয়া, উপযুক্ত স্থানে রাখা এবং সাধ্যাতীত কৰ্ম্ম না করান আমাদের অবশ্যকৰ্ত্তব্য কৰ্ম্ম বিবেচনা করিতে হইবেক । অশ্ব অত্যন্ত বাৰ্দ্ধক্য, সাতিশয় ক্লান্তি অথবা অত্যন্ত্র আহারপ্রাপ্তি ইত্যাদি কারণে দুৰ্ব্বল হইয়া দ্রুত গমনে অক্ষম হইলে, তাহাকে কশাঘাত করা অতি নির্দয় ও নিলজের কৰ্ম্ম । পরিবারের প্রতি ব্যবহার আমাদিগের পিতা, মাতা, ভ্রাতা, ভগিনী প্রভৃতি পরিবারবর্গের প্রতি সদা সদয় ও অনুকূল হওয়া উচিত। দেখ, যখন আমরা নিতান্ত শিশু ও একান্ত নিরুপায় ছিলাম, পিতা মাতা আমাদিগকে খাওয়াইয়া পরাইয়া মানুষ করিয়াছেন এবং আমাদিগের নিমিত্ত কত যত্ন, কত পরিশ্রম ও কতই বা কষ্ট স্বীকার করিয়াছেন। ফলতঃ, তৎকালে র্তাহাদের তাদৃশী অনুকম্পা ও তাদৃশ স্নেহ না থাকিলে, আমরা কোন কালে মৃত্যুগ্রাসে পতিত হইতাম। অতএব তাহাদিগের নিকট কৃতজ্ঞ হওয়া, তাহাদিগকে স্নেহ ও ভক্তি করা, সৰ্ব্বপ্রযত্নে তাহাদিগকে সন্তুষ্ট করিতে চেষ্টা করা ও সাধ্যানুসারে তাহাদিগের মঙ্গলচিন্তা ও হিতামুষ্ঠান করা আমাদিগের প্রধান ধৰ্ম্ম ও অবশ্বকৰ্ত্তব্য কৰ্ম্ম । যদি আমরা তাহাদিগের অনুরোধ রক্ষা ও আজ্ঞা প্রতিপালনে পরামুখ হই, তাহ হইলে পুত্রের কৰ্ম্ম করা হয় না। q8