পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংস্কৃতভাষা ও সংস্কৃতসাহিত্যশাস্ত্রবিষয়ক প্রস্তাব ৬০ ৭ প্রতিবাচমদত্ত কেশব শপমানায় ন চেদিভুভুজে । অনুতুং কুরুতে ঘনধ্বনিং নহি গোমায়ুরুতানি কেশরী ॥ জিতরোযরয়া মহাধিয়ঃ সপদি ক্রোধজিতে লঘুর্জনঃ। বিজিতেন জিতস্ত দুর্মতেমতিমদ্ভিঃ সহ কা বিরোধিতা ॥ বচনৈরসতাং মহীয়সো ন খলু ব্যেতি গুরুত্বমুদ্ধতৈঃ । কিমপৈতি রজোভিরেীর্বরৈরকীর্ণস্ত মণের্মহার্ঘত ॥ পরিতোষয়িতা ন কশ্চন স্বগতো যস্ত গুণোহস্তি দেহিনঃ । পরদোষকথাভিরল্পকঃ স্বজনং তোষয়িতুং কিলোচ্ছতি ॥ সহজান্ধদৃশঃ সদুর্নয়ে পরদোষেক্ষণদিব্যচক্ষুষঃ । স্বগুণোচ্চগিরো মুনিব্রতা: পরবর্ণগ্রহণেম্বসাধবঃ। কিমিবাখিললোককীৰ্ত্তিতং কথয়ত্যাত্মগুণং মহামনাঃ । বদিতা ন লঘীয়সোহপরঃ স্বগুণং তেন বদত্যসে স্বয়ম্ ॥ শিশুপালবধ । সংস্কৃতভাষা এক্ষণে আর কথোপকথনে ও লৌকিক ব্যবহারে প্রচলিত নহে। ভারতবর্ষীয় পণ্ডিতের কহিয়া থাকেন, সংস্কৃত দেবভাষা। ভারতবর্ষীয়ের আদিকালাবধি ঐ দেবভাষায় কথোপকথন ও লৌকিক ব্যবহার নির্বাহ করিতেন ; তদনুসারে, সংস্কৃত ভারতবর্ষীয় আদিম নিবাসী লোকদিগের ভাষা হয়। কিন্তু ইয়ুরোপীয় পণ্ডিতেরা শব্দবিদ্যানুশীলনপ্রভাবে নিরূপণ করিয়াছেন, সংস্কৃত ভারতবর্ষের আদিম নিবাসী লোকদিগের ভাষা নহে ; সংস্কৃতভাষী লোকেরা, পৃথিবীর অন্য কোন প্রদেশ হইতে আসিয়া, ভারতবর্ষে আবাস গ্রহণ করিয়াছেন। সেই প্রদেশ ইরান । তাহাদিগের গবেষণা দ্বারা নিৰ্দ্ধারিত হইয়াছে, অতি পূৰ্ব্বকালে, ইরানের আদিম নিবাসী লোকেরা সময়ে সময়ে ভারতবর্ষ, গ্রীস, ইটালি, জৰ্ম্মনি প্রভৃতি প্রদেশে বাস করিয়াছেন। ইহারা ইরানে অবস্থানকালে একজাতি ও একভাষাভাষী ছিলেন । ঐ একজাতি, ভিন্ন ভিন্ন প্রদেশে অবস্থিত হইয়া, হিন্দু, গ্রীক, রোমক, জৰ্ম্মন প্রভৃতি ভিন্ন ভিন্ন জাতি হইয়াছেন ; এবং ঐ এক ভাষাই ক্রমে ক্রমে রূপান্তর প্রাপ্ত হইয়া, ভারতবর্ষে সংস্কৃত, গ্রীসে গ্রীক, ইটালিতে লাটিন, জৰ্ম্মনিতে জৰ্ম্মন প্রভৃতি ভিন্ন ভিন্ন ভাষা হইয়া উঠিয়াছে। কালক্রমে বিভিন্ন প্রদেশে এই সকল ভাষা এরূপ রূপান্তর প্রাপ্ত হইয়াছে যে উহাদিগের পরস্পর কোন সম্বন্ধ আছে, ইহা আপাতত: প্রতীয়মান হয় না। কিন্তু এই সমস্ত যে এক মূল ভাষার পরিণামবিশেষমাত্র,