পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᏬᎩ 8 বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ দৃষ্টে স্পষ্ট বোধ হয়, কিরাতার্জনীয়কৰ্ত্তা ভারবি কালিদাসের উত্তর কালে, এবং মাঘ, শ্ৰীহৰ্ষপ্রভৃতির বহুকাল পূৰ্ব্বে, প্রাছভূত হইয়াছিলেন। কিরাতার্জনীয়ের স্কুল বৃত্তান্ত এই ; যুধিষ্ঠিরাদি পঞ্চপাণ্ডব, রাজ্যাধিকার হইতে নিষ্কাশিত হইয়া, দ্বৈতবনে বাস করেন। এক দিবস ব্যাসদেব আসিয়া তাহাদিগকে কহেন, দৈব অনুগ্রহ ব্যতিরেকে তোমাদিগের নষ্ট রাজ্যের পুনরুদ্ধারের সম্ভাবনা নাই ; অতএব অর্জন হিমালয়ে গিয়া ইন্দ্রের আরাধন করুন। তদনুসারে অর্জন নির্দিষ্ট স্থানে গিয়া দেবরাজের আরাধনা আরম্ভ করেন । দেবরাজ তদীয় আরাধনায় সন্তুষ্ট হইয়া র্তাহাকে শিবের আরাধনা করিতে পরামর্শ দেন । অৰ্জ্জুন শিবের আরাধনা আরম্ভ করিলে, মূক নামে এক দুৰ্ব্বত্ত দানব, বরাহের রূপ ধারণ করিয়া, তাহার প্রাণ সংহার করিতে আইসে। সেই সময়ে শিবও কিরাতরাজের আকার পরিগ্রহ করিয়া অর্জনের আশ্রমে উপস্থিত হন। অর্জন বরাহরূপী দানবের প্রাণদণ্ডার্থে শরাসনে শর সন্ধান করিয়াছেন, এমন সময়ে কিরাতরাজ এক শর নিক্ষেপ করিয়া বরাহের প্রাণসংহার করিলেন । এই উপলক্ষে কিরাতরাজের সহিত অর্জনের সংগ্রাম উপস্থিত হইল। সেই সংগ্রামে অৰ্জ্জুনের অসাধারণ বল বীৰ্য্য দর্শনে যৎপরোনাস্তি প্রীত ও প্রসন্ন হইয়া, কিরাতরূপী মহাদেব র্তাহাকে ধনুৰ্ব্বেদ শিক্ষা করাইলেন । সেই শিক্ষার প্রভাবে অর্জন অস্ত্রবিদ্যায় অদ্বিতীয় ও অপ্রতিহতপ্রভাব হইয়া উঠিলেন। ভারবি কবিত্বশক্তি বিষয়ে কালিদাস অপেক্ষ নূ্যন বটেন ; কিন্তু ভারতবর্ষের এক জন অতি প্রধান কবি ছিলেন, তাহার কোন সংশয় নাই । কোন সহৃদয় ব্যক্তি এই মহাকাব্যের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ সর্গ পাঠ করিয়া সাতিশয় প্রীত ও চমৎকৃত না হন এবং পদে পদে অসাধারণ কবিত্বশক্তির সম্পূর্ণ প্রমাণ না পান । কিরাতার্জনীয় সপ্তদশ সর্গে বিভক্ত । শিশুপালবধ কাব্যকৰ্ত্ত মাঘনাম কবি স্বগ্রস্থের শেষে লিখিয়াছেন —সুকবিকীৰ্ত্তিছ্রাশয়াদঃ কাব্যং ব্যধত্ত শিশুপালবধাভিধানম্ ॥