পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংস্কৃতভাষা ও সংস্কৃতসাহিত্যশাস্ত্রবিষয়ক প্রস্তাব Ꮤ%Ꭹ ☾ মাঘ কবিত্বকীৰ্ত্তি লাভের দুরাশাগ্রস্ত হইয়া এই শিশুপালবধনামক কাব্য রচনা করিলেন । মাঘ অতি প্রধান কবি ছিলেন এবং তৎপ্রণীত শিশুপালবধ অতি প্রধান মহাকাব্য । এই মহাকাব্যের স্থল বৃত্তান্ত এই ; কৃষ্ণ, যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে নিমন্ত্রিত হইয়া, স্বপরিবারে ইন্দ্রপ্রস্থ প্রস্থান করেন । যিনি সৰ্ব্বাংশে সৰ্ব্বশ্রেষ্ট হন, তিনিই যজ্ঞে অর্থ পাইয়া থাকেন। যুধিষ্ঠির, রাজস্বয় সমাপ্ত হইলে, ভীষ্মের উপদেশানুসারে কৃষ্ণকে সৰ্ব্বাংশে সৰ্ব্বশ্রেষ্ঠ স্থির করিয়া অৰ্ঘ দান করেন। কৃষ্ণের পিতৃম্বস্বপুত্র শিশুপাল তাহার অত্যন্ত বিদ্বেষী ছিলেন ; তিনি, কৃষ্ণের এইরূপ অসামান্য সম্মান দর্শনে অসূয়াপরবশ হইয়া, ভীষ্মের যথোচিত তিরস্কার করিয়া, স্বপক্ষীয় নরপতিগণ সমভিব্যাহারে সভামণ্ডপ হইতে প্রস্থান করিলেন এবং দূত দ্বারা কৃষ্ণের অনেক তিরস্কার করিয়া পাঠাইলেন। অনন্তর উভয় পক্ষে ঘোরতর সংগ্রাম উপস্থিত হইল, এবং সেই সংগ্রামেই কৃষ্ণ শিশুপালের প্রাণ সংহার করিলেন । শিশুপালবধ কিরাতার্জনীয়ের প্রতিরূপ স্বরূপ । মাঘ কিরাতাজনীয়কে আদর্শস্বরূপ করিয়া, শিশুপালবধ রচনা করিয়াছেন, তাহার কোন সংশয় নাই। ভারবি যে প্রণালীতে কিরাতার্জনীয় রচনা করিয়াছেন, মাঘ শিশুপালবধরচনাকালে আদ্যোপাস্তু সেই প্রণালী অবলম্বন করিয়াই চলিয়াছেন। কিরাতার্জনীয়ে, মহর্ষি ব্যাস আসিয়া পাণ্ডবদিগকে কৰ্ত্তব্যের উপদেশ দিতেছেন ; শিশুপালবধে, দেবর্ষি নারদ আসিয়া কৃষ্ণকে কৰ্ত্তব্য কৰ্ম্মের অনুষ্ঠানে উদযন্ত করিতেছেন । কিরাতার্জনীয়ে, যুধিষ্ঠির, ভীম, দ্রৌপদী, এই তিন জনের রাজনীতিসংক্রান্ত বাদানুবাদ ; শিশুপালবধেও কৃষ্ণ, বলরাম ও উদ্ধবের সেইরূপ রাজনীতিসংক্রান্ত বাদামুবাদ । কিরাতার্জনীয়ে, তপস্যার্থে অর্জনের হিমালয় পৰ্ব্বতে অবস্থান ; শিশুপালবধেও, কৃষ্ণের ইন্দ্রপ্রস্থ প্রস্থান কালে রৈবতক পৰ্ব্বতে অবস্থান । কিরাতার্জনীয়ে, হিমালয় পৰ্ব্বতের বহুবিস্তৃত বর্ণনা এবং বর্ণনাসংক্রান্ত শ্লোক সকল অধিকাংশ যমকালঙ্কারযুক্ত ; শিশুপালবধেও, রৈবতক পৰ্ব্বতের অবিকল সেইরূপ বর্ণনা ও সেইরূপ যমকালস্কৃত শ্লোক। কিরাতার্জনীয়ে, স্বরাঙ্গনাদিগের বনবিহার, নায়কসমাগম, বিরহ, মান প্রভৃতির বর্ণনা আছে ; শিশুপালবধেও, অবিকল সেই সমস্ত বর্ণনা আছে। কিরাতার্জনীয়ে, কিরাতরাজ অর্জনের উত্তেজনার্থে তাহার নিকট দূত প্রেরণ করেন ; শিশুপালবধেও, শিশুপাল কৃষ্ণের ভৎসনার্থে তাহার নিকট দূত প্রেরণ করেন। অনন্তর উভয় কাব্যেই উভয় পক্ষের সৈন্যসজ্জা, সৈন্যপ্রয়াণ ও সংগ্রাম বর্ণন আছে।