পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や〉b* বিদ্যাসাগর-গ্রস্থাবলী—বিবিধ যখন অশ্বারোহণ করিয়া বয়স্তবর্গসমভিব্যাহারে উপবনবিহারে গমন করিতেছেন, শ্ৰীহৰ্ষ তদীয় অশ্বের এইরূপ বর্ণনা করিয়াছেন, “আমাদিগের চলিবার নিমিত্ত এই পৃথিবী কয় পদ হইবেক ; অতএব সমুদ্রও স্থল হউক ; এই মনে করিয়াই যেন অশ্বগণ, সমুদ্রের জল এইরূপ উৎকট বর্ণনায় পরিপূর্ণ। এরূপ উৎকট বর্ণনা পাঠ করিয়া কোন সহৃদয় ব্যক্তি প্রীত বা চমৎকৃত হইবেন। হইয়া থাকে, কিন্তু অত্যন্ত অধিক হইলে অত্যন্ত কর্কশ হইয়া উঠে। সুতরাং, অনুপ্রাসবাহুল্য দ্বারা নৈষধচরিতের মাধুর্য্য সম্পাদন না হইয়া সাতিশয় কার্কশ্বই ঘটিয়া উঠিয়াছে। কিন্তু এতদেশীয় লোকেরা, বিশেষতঃ নৈয়ায়িকমহাশয়ের, এমন অত্যুক্তিপ্রিয় ও অনুপ্রাসভক্ত যে তাহারা সকল কাব্য অপেক্ষা নৈষধচরিতের সমধিক প্রশংসা করিয়া থাকেন। র্তাহীদের মতে নৈষধচরিত সংস্কৃত ভাষায় সৰ্ব্বপ্রধান মহাকাব্য । (৬) যাহা হউক, নৈষধচরিতে মধ্যে মধ্যে অনেক অত্যুৎকৃষ্ট অংশ আছে। অন্য অন্য অংশ পাঠ করিয়া যেরূপ অসন্তুষ্ট ও বিরক্ত হইতে হয়, ঐ সকল অত্যুৎকৃষ্ট অংশ পাঠ করিয়া সেইরূপ প্রীত ও চমৎকৃত হইতে হয়। এই মহাকাব্য দ্বাবিংশতি সর্গে বিভক্ত, এবং সকল মহাকাব্য অপেক্ষা বৃহৎ । ইহাতে নলরাজার চরিত্র বণিত হইয়াছে। নৈষধচরিতের বিষয়ে এক অতিকৌতুকাবহ কিংবদন্তী প্রচলিত আছে। শ্ৰীহৰ্ষ নৈষধচরিত রচনা করিয়া স্বীয় মাতুল প্রধান আলঙ্কারিক মৰ্ম্মটভট্টকে দেখাইতে লইয়া যান। মন্মটভট্ট আদ্যোপান্ত পাঠ করিয়া শ্ৰীহৰ্ষকে কহিয়াছিলেন, বাপু হে। যদি তুমি কিছু পূৰ্ব্বে তোমার গ্রন্থ খানি আনিতে, তাহা হইলে আমার শ্রমের অনেক লাঘব হইত। বহু পরিশ্রমে অনেক গ্রন্থ পাঠ করিয়া, আমায় অলঙ্কার গ্রন্থের দোষপরিচ্ছেদের উদাহরণ সংগ্ৰহ করিতে হইয়াছে। কিন্তু সেই সময় তোমার নৈষধচরিত পাইলে, আমায় এত পরিশ্রম করিতে হইত না ; এক গ্রন্থ হইতেই সমুদায় উদাহরণ উদ্ধত করিতে পারিতাম । (৫) প্রয়াতুমস্যাকমিয়ং কিয়ৎপদং ধরা তদন্তোধিরপি স্থলায়তাম্। ইতীব বাহৈনিজবেগদপিতৈঃ পয়োধিরোধক্ষমমুদ্ধতং রজঃ ॥ প্রথমসর্গ। ৬৯ শ্লোক (৬) উদিতে নৈষধে কাব্যে ক মাঘ কচ ভারবি: ।