পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২০ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ রাঘবপাণ্ডবীয় এই মহাকাব্যের প্রণালী স্বতন্ত্র। ইহা দ্ব্যর্থ কাব্য। এক অর্থে রামের চরিত্রবর্ণন প্রতিপন্ন হয়, অপর অর্থে যুধিষ্ঠিরাদি পঞ্চ পাণ্ডবের বৃত্তান্তবর্ণন লক্ষিত হয়। এই রূপ এক শ্লোকে অর্থদ্বয় সমাবেশ দ্বারা রাঘব ও পাণ্ডবদিগের বৃত্তান্ত বর্ণন সমাধান করিয়া, কবি স্বীয় অসাধারণ ক্ষমতা প্রদর্শন করিয়াছেন । রাঘবপাণ্ডবীয়ের উপক্রমণিকাংশে গ্রন্থকর্তার নাম কবিরাজপণ্ডিত বলিয়া নিদিষ্ট আছে। কিন্তু বোধ হয়, ইহা তাহার উপাধি, নাম নহে। উপাধি দ্বারাই বিশেষ বিখ্যাত ছিলেন, এই নিমিত্ত গ্রন্থকৰ্ত্তা আপন গ্রন্থে উপাধিরই নির্দেশ করিয়াছেন । কবি যেরূপ উপাধি অথবা নাম পাইয়াছিলেন, তদনুরূপ কবিত্বশক্তি প্রাপ্ত হন নাই। ইনি কবিত্ব বিষয়ে পূর্বনিদিষ্ট কবিদিগের অপেক্ষ অনেক অংশে নৃন। এই কাব্য ত্রয়োদশ সর্গে বিভক্ত। পূৰ্ব্বোক্ত কাব্য সকল যেমন সৰ্ব্বত্র প্রচলিত, রাঘবপাণ্ডবীয় সেরূপ নহে ; ইহা অত্যন্ত বিরলপ্রচার। এত বিরলপ্রচার যে অনেকে ইহার নামও অবগত নহেন। কবিরাজ স্বগ্রন্থে নির্দেশ করিয়াছেন, তিনি কামদেব রাজার সভায় ছিলেন এবং তৎ কর্তৃক প্রোৎসাহিত হইয়। রাঘবপাণ্ডবীয় রচনা করেন। কামদেব জয়ন্তীপুরের রাজা ছিলেন এবং মধ্যদেশ হইতে সোমপায়ী বেদজ্ঞ ব্রাহ্মণ আনাইয়াছিলেন । ইহা দেখিয়া অনেকে বোধ করেন, কামদেবেরই অপর নাম আদিশূর। আদিসুরেরও মধ্যদেশ হইতে বেদজ্ঞ ব্রাহ্মণ আনয়নের কিংবদন্তী আছে। গীতগোবিন্দ গীতগোবিন্দ জয়দেবপ্রণীত । এই মহাকাব্যের রচনা যেরূপ মধুর, কোমল ও মনোহর, সংস্কৃত ভাষায় সেরূপ রচনা অতি অল্প দেখিতে পাওয়া যায় । বস্তুতঃ, এরূপ ললিতপদবিন্যাস, শ্রবণমনোহর অনুপ্রাসচ্ছটা ও প্রাসাদগুণ প্রায় কুত্ৰাপি লক্ষিত হয় না । র্তাহার রচনা যেরূপ চমৎকারিণী, বর্ণনাও তদ্রুপ মনোহারিণী ৷ জয়দেব রচনা বিষয়ে যেরূপ অসামান্য নৈপুণ্য প্রদর্শন করিয়াছেন, যদি তাহার কবিত্বশক্তি তদনুযায়িনী হইত, তাহ হইলে তাহার গীতগোবিন্দ এক অপূৰ্ব্ব মহাকাব্য বলিয়া পরিগণিত হইত। জয়দেব, কালিদাস ভবভূতি প্রভৃতি প্রধান প্রধান কবি হইতে অনেক নূ্যন বটেন, কিন্তু তাহার কবিত্বশক্তি নিতান্ত সামান্ত নহে। বোধ হয়, বাঙ্গালা দেশে যত সংস্কৃত কবি প্রাছভূত হইয়াছেন, ইনিই তৎসৰ্ব্বোৎকৃষ্ট ।