পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংস্কৃতভাষা ও সংস্কৃতসাহিত্যশাস্ত্রবিষয়ক প্রস্তাব ఆఫిసె দশকুমারচরিত রচনা করেন, সেই বর্ষাতেই তাহার প্রাণত্যাগ হয়। এই নিমিত্ত দশকুমারচরিতের কথা সমাপ্ত ও পূৰ্ব্বাপরসংলগ্ন করিয়া যাইতে পারেন নাই। বাসবদত্ত। বাসবদত্ত সুবন্ধুনামক কবির রচিত। সুবন্ধু স্বগ্রন্থের সমাপিকাতে, বররুচির ভাগিনেয় বলিয়া, আত্মপরিচয় প্রদান করিয়াছেন। (১১) বররুচি বিক্রমাদিত্যের নবরত্বের অন্তৰ্ব্বত্তী ছিলেন। বিক্রমাদিত্যের মৃত্যুর পর সুবন্ধু বাসবদত্তা রচনা করেন ; এবং গুণগ্রাহী বিক্রমাদিত্য বিদ্যমান নাই বলিয়া আক্ষেপ করিয়াছেন। (১২) বাণভট্টের কাদম্বরী ও সুবন্ধুর বাসবদত্ত এই উভয় গ্রন্থ এক প্রণালীতে রচিত । বোধ হয়, এরূপ রচনাগুণালী বন্ধুই প্রথম উদ্ভাবিত করেন। বাণভট্ট যে বিক্রমাদিত্যের সময়ের অনেক পরে প্রাতৃভূ ত হইয়াছিলেন, তাহার কোন সংশয় নাই। এই গ্রন্থে কন্দপকেতুনামক এক রাজকুমার ও বাসবদত্তানামী এক রাজকুমারীর বৃত্তান্ত বর্ণিত হইয়াছে । সুবন্ধু বাসবদত্তারচনাতে যথেষ্ট নৈপুণ্য প্রদর্শন করিয়াছেন । কিন্তু তাহার তাদৃশ অসাধারণ কবিত্বশক্তি ছিল না । কি রচনা, কি বর্ণনা, কি কথাযোজন, সুবন্ধুর বাসবদত্ত। সৰ্ব্বাংশেই মধ্যবিধ। পাঠ করিলে এই গ্রন্থ প্রধান কবির রচিত বলিয়া প্রতীতি হয় না। কিন্তু গ্রস্থের আরম্ভে যে কয়েকটি শ্লোক আছে এবং গ্রন্থের মধ্যে কবি যে দুই শ্লোকে কুপিত সিংহের বর্ণনা করিয়াছেন তাহ অত্যন্ত মনোহর । চম্পূকাব্য আমরা যে কয়েক খানি চম্পূকাব্য দেখিয়াছি, তন্মধ্যে বিশেষ প্রশংসার যোগ্য এক খানিও নাই। কালিদাস ও বাণভট্ট, ভারবি ও ভবভূতি, মাঘ ও শ্রীহর্ষদেব প্রভৃতি (১১) ইতি শ্রবররুচিভাগিনেয়ম্বন্ধুবিরচিত বাসবদত্তাখ্যায়িকা সমাপ্ত । (১২) সারসবত্তা নিহত নবকা বিলসন্তি চরতি নো কঙ্ক: । সরসীব কীৰ্ত্তিশেযং গতবতি ভুবি বিক্রমাদিত্যে ॥ বাসবদত্ত ।