পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\లరిస বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ নাই—এত ইদানীন্তন যে, কোন কোন তন্ত্রে ইয়ুরোপীয় লোক ও লণ্ডননগরেরও নির্দেশ দেখিতে পাওয়া যায়। (১৩) এই সকল তন্ত্র শিবপ্রোক্ত বলিয়। প্রচলিত। বেদ সকল স্বষ্টিকৰ্ত্তার নিজের রচিত বলিয়া প্রসিদ্ধ। এই রূপে, নব্য কাব্য ও সংগ্রহ গ্রন্থ ভিন্ন, প্রায় সমুদায় সংস্কৃত শাস্ত্রই এক এক মুনির অথবা দেবতার প্রণীত বলিয়া পরিগণিত হইয় থাকে । অভিজ্ঞানশকুন্তল, বিক্রমোর্কশী, মালবিকাগ্নিমিত্র সংস্কৃত ভাষায় যত নাটক আছে, শকুন্তলা সেই সকল অপেক্ষা সৰ্ব্বাংশে উৎকৃষ্ট, তাহার সন্দেহ নাই । এই অপূৰ্ব্ব নাটকের, আদি অবধি অন্ত পৰ্য্যন্ত, সৰ্ব্বাংশই সৰ্ব্বাঙ্গসুন্দর। যদি শত বার পাঠ কর, শত বারই অপূৰ্ব্ব বোধ হইবে। এই নাটক সাত অঙ্কে বিভক্ত। ইহাতে দুষ্মন্ত ও শকুন্তলার বৃত্তান্ত বর্ণিত হইয়াছে। প্রথম অঙ্কে দুষ্মন্ত ও শকুন্তলার সাক্ষাৎকার, তৃতীয় অঙ্কে উভয়ের মিলন, চতুর্থে শকুন্তলার প্রস্থান, পঞ্চমে শকুন্তলার দুষ্মন্তসমীপগমন ও প্রত্যাখ্যান, যষ্ঠে রাজার বিরহ, সপ্তমে শকুন্তলার সহিত পুনৰ্ম্মিলন ; এই সকল স্থলে কালিদাস স্বীয় অলৌকিক কবিত্বশক্তির একশেয প্রদর্শন করিয়াছেন । উত্তম সংস্কৃতজ্ঞ সহৃদয় ব্যক্তি ঐ সকল স্থল পাঠ করিলে, অবশ্যই তাহার অন্তঃকরণে এই দৃঢ় প্রতীতি জন্মিবেক যে ময়ূন্যের ক্ষমতায় ইহা অপেক্ষ উৎকৃষ্ট রচনা সম্ভাবতে পারে না। বস্তুত, কালিদাসের অভিজ্ঞানশকুন্তল অপূৰ্ব্ব পদার্থ। ভারতবর্ষীয়েরাই যে, স্বদেশীয় কাব্য বলিয়া, শকুন্তলার এত প্রশংসা করেন এমন নহে ; দেশান্তরীয় পণ্ডিতেরাও শকুন্তলার এইরূপ, অথবা ইহা অপেক্ষ অধিক, প্রশংস৷ করিয়াছেন। নানাবিদ্যাবিশারদ, অশেষদেশভাষাজ্ঞ, সুবিখ্যাত সর উইলিয়ম জোন্স শকুন্তলা পাঠ করিয়া এমন প্রীত হইয়াছিলেন যে কালিদাসকে স্বদেশীয় অদ্বিতীয় কবি শেক্সপিয়রের তুল্য বলিয়া নির্দেশ করিয়াছেন ; এবং জৰ্ম্মনদেশীয় অতি পধান পণ্ডিত ও (১৩) পূৰ্ব্বামায়ে নবশতং ষড়শীতিঃ প্রকীর্তিতাঃ। ফিরঙ্গভাষয়া তন্ত্রাস্তেষাং সংসাধনাভুবি। অধিপা মগুলানাঞ্চ সংগ্রামেস্বপবাজিত: | ইংরেজা নব যট্ পঞ্চ লণ্ড,জাশ্চাপি ভাবিনঃ ॥ মেরুতন্ত্র । ২৩ প্রকাশ ।