পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংস্কৃতভাষা ও সংস্কৃতসাহিত্যশাস্ত্রবিষয়ক প্রস্তাব ®8 ა কোন ব্যক্তি পঞ্চতন্ত্র ও হিতোপদেশ রচনা করিয়াছিলেন, তাহার স্থিরতা নাই । অনেকে বিষ্ণুশৰ্ম্মাকে এই উভয় গ্রন্থের রচয়িত বলিয়া থাকেন ; কিন্তু তাহার কোন প্রমাণ নাই। পঞ্চতন্ত্রে ও হিতোপদেশে বিষ্ণুশৰ্ম্ম বক্তা রাজপুত্ৰগণ শ্রোত ; বোধ হয়, তদর্শনেই বিষ্ণুশৰ্ম্ম গ্রন্থকৰ্ত্ত বলিয়। র্তাহাদের ভ্রান্তি জন্মিয় থাকিবেক । এই দুই গ্রন্থ আদ্যোপান্ত গদ্যে রচিত, কেবল মধ্যে মধ্যে গ্রন্থান্তরের শ্লোক উদ্ধত হইয়াছে। লল লাল হিতোপদেশকে নারায়ণপণ্ডিতপ্রণীত বলিয়া নির্দেশ করিয়াছেন। (২৩) কিন্তু, তাহার কোন প্রমাণ পাওয়া যায় না । কথাসরিৎসাগর কথাসরিৎসাগর সোমদেবভট্টপ্রণীত । উহা অতি বৃহৎ পুস্তক। সোমদেব স্বগ্রন্থের শেষে লিখিয়াছেন, কশ্মীরের অধিপতি অনন্তদেবের মহিষী সূর্য্যবতীর চিত্তবিনোদ সম্পাদনার্থে, আমি এই গ্রন্থ রচনা করিলাম। কহলণরাজতরঙ্গিণীর সপ্তম তরঙ্গে অনন্তদেব ও সূৰ্য্যবতীর বৃত্তান্ত আছে। রাজতরঙ্গিণীর গণনা অনুসারে, অনন্তদেব কিঞ্চিদধিক আট শত বৎসর পূৰ্ব্বে, কৰ্ম্মীরমণ্ডলের সিংহাসনে আরূঢ় হইয়াছিলেন । তদনুসারে, সোমদেবের কথাসরিৎসাগর আট শত বৎসরের পুস্তক । এই অনন্তদেব রত্নাবলীকৰ্ত্ত। শ্ৰীহৰ্ষদেবের পিতামহ । কথাসরিৎসাগরে যে সমস্ত উপাখ্যান আছে, তাহ তাদৃশ মনোহর নহে। ঐ সমুদায় কেবল অলৌকিক ও অদ্ভুত ব্যাপারে পরিপূর্ণ। অলৌকিক ও অদ্ভুত বৃত্তান্ত ঘটিত উপাখ্যান সকল এক সময়ে সাতিশয় মনোহর ছিল ; কিন্তু এক্ষণে আর তাহাদের তাদৃশ চমৎকারজনকত্ব নাই । সোমদেবের লিখনানুসারে বোধ হইতেছে, বৃহৎকথা নামে এক বহুবিস্তৃত উপাখ্যান গ্রন্থ ছিল, তিনি তাহার সারসংগ্ৰহ করিয়াছেন । এই গ্রন্থ আদ্যোপান্ত পদ্যে রচিত । বহুবিস্তৃত সংস্কৃত সাহিত্যে যে সমস্ত প্রধান গ্রন্থ আছে, তাহাদিগের বিষয় সংক্ষেপে উল্লিখিত হইল। সংস্কৃত কবির। আদিরস, করুণরস ও শাস্তরস সংক্রান্ত যে সকল বর্ণনা করিয়াছেন, তাহ যেরূপ মনোহর, তাহীদের হাস্থ্য, বীর, ভয়ানক প্রভূতি রস সংক্রান্ত বর্ণনা (২৩) কাহ্ব সমৈ শ্ৰীনারায়ণ পণ্ডিত নে নীতিশাস্ত্রনি তেং কথানিকেী সংগ্ৰহ করি সংস্কৃতমেং এক গ্রন্থ বনায় বাকে নাম হিতোপদেশ ধরেী। রাজনীতি । br>