পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মূল বামনাখ্যানম মধুসূদন তর্কপঞ্চানন প্রণীত ১১৭টি সংস্কৃত শ্লোকের সমষ্টি ; এই পুস্তিকাটি ‘বিদ্যাসাগর-গ্রন্থাবলী’তে কেন সন্নিবিষ্ট হইল, তাহ মধুসুদন শৰ্ম্ম৷ লিখিত উক্ত পুস্তকের বিজ্ঞাপনের নিম্নলিখিত উদ্ধতি হইতে পাঠক বুঝিতে পরিবেন । তিনি লিখিতেছেন— আমি, এই সপ্তদশাধিক শতশ্লোকাজুক বামনাখ্যান রচনা করিয়া, বহুসংখ্যক বিজ্ঞ ব্যক্তিকে শুমাইয়াছিলাম। শুনিয়! অনেকে সন্তোষ প্রকাশ ও মুদ্রিত করিবার নিমিত্ত অনুরোধ করেন । অনন্তর, কলিকাতাস্থ কতিপয় বিজ্ঞ বিষযী লোক শ্লোকগুলির বাঙ্গাল। অনুবাদসমেত প্রচার করিতে পরামর্শ দেন । ভাষারচনায় আনাব তাদৃশ অভ্যাস নাই, এজন্ত, শ্রযুত ঈশ্ববচন্দ্র বিদ্যাসাগরের নিকট প্রার্থনা করাতে, তিনি শ্রমস্বীকারপূর্বক শ্লোকগুলি বাঙ্গালাভাযায় অনুবাদিত, ও ব্যয়স্বীকারপূর্বক পুস্তকখানি মুদ্রিত, করিয়া দিয়াছেন ।