পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালার ইতিহাস—দ্বিতীয় ভাগ 8& করিলেন । তদবধি, মুরশিদাবাদের নবাব সাক্ষিগোপাল হইলেন। ক্লাইব, এই সকল ব্যাপারের সমাধান করিয়, ৭ই সেপ্টেম্বর, কলিকাতায় প্রত্যাগমন করিলেন । কোম্পানির কৰ্ম্মচারীর যে নিজ নিজ বাণিজ্য করিতেন, তদুপলক্ষেই অশেষবিধ অত্যাচার ঘটিত । এজন্য, ডিরেক্টরের বারংবার এই আদেশ করেন যে, উহা এক বারে রহিত হয়। কিন্তু তাহদের কৰ্ম্মচারীরা, ঐ সকল আদেশ এ পর্য্যন্ত অমান্ত করিয়া রাখিয়াছিলেন । তাহাদের অন্তিম আদেশ কিঞ্চিৎ অস্পষ্ট ছিল, এবং ক্লাইবও বিবেচন৷ করিলেন যে, সিবিল কৰ্ম্মচারীদিগের বেতন অত্যন্ত অল্প ; সুতরাং, তাহার, অবশ্য, গৰ্হিত উপায় দ্বারা, পোষাইয়া লইবেক । এজন্য, তিনি তাহাদের বাণিজ্য, এক বারে রহিত না করিয়া, ভদ্র রীতি ক্রমে চালাইবার মনন করিলেন । এই স্থির করিয়া, ক্লাইব, লবণ, গুবাক, তবাক, এই তিন বস্তুর বাণিজ্য ভদ্র রীতি ক্রমে চালাইবার নিমিত্ত, এক সভা স্থাপিত করিলেন । নিয়ম হইল, কোম্পানির ধনাগারে, শতকরা ৩৫২ টাকার হিসাবে, মাশুল জমা করা যাইবেক, এবং ইহা হইতে যে উপস্বত্ব হইবেক, রাজ্যশাসন সংক্রান্ত ও সেনাসম্পৰ্কীয় সমুদয় কৰ্ম্মচারীরা ঐ উপস্বত্বের যথাযোগ্য অংশ পাইবেন । কোন্সিলের মেম্বরের অধিক অংশ পাইবেন, তাহাদের নীচের কৰ্ম্মচারীরা অপেক্ষাকৃত নূ্যন পরিমাণে প্রাপ্ত হইবেন। ডিরেক্টরদিগের নিকট এই বাণিজ্যপ্রণালীর সংবাদ পাঠাইবার সময়, ক্লাইব তাহাদিগকে, গবর্ণরের বেতন বাড়াইয়া দিবার নিমিত্ত, অনুরোধ করিয়াছিলেন ; কারণ, তাহা হইলে, তাহার এই বাণিজ্য বিষয়ে কোনও সংস্রব রাখিবার অবিশ্বকতা থাকিবেক না। কিন্তু, তাহার, তৎপরে পঞ্চদশ বৎসর পর্য্যস্ত, এই সং পরামর্শ গ্রাহ করেন নাই । তাহার, উক্ত নূতন সভার স্থাপনের সংবাদ শ্রবণ মাত্র, অতি রূঢ় বাক্যে তাহা অস্বীকার করিলেন ; ক্লাইব এই সভার স্থাপন করিয়াছিলেন বলিয়া, তাহার যথোচিত তিরস্কার লিখিলেন, এবং এই আদেশ পাঠাইলেন উক্ত সভা রহিত করিতে হইবেক, এবং কোনও সরকারী কৰ্ম্মচারী বাঙ্গালার বাণিজ্যে লিপ্ত থাকিতে পারিবেন না । এ কাল পর্য্যস্ত, সমুদয় রাজস্ব কেবল কাজকাৰ্য্যনিৰ্ব্বাহের ব্যয়ে পৰ্য্যবসিত হইতেছিল। কোম্পানির শুনিতে অনেক আয় ছিল বটে ; কিন্তু র্তাহারা সৰ্ব্বদাই ঋণগ্রস্ত ছিলেন। কি যুরোপীয়, কি এতদ্দেশীয়, সমুদয় কৰ্ম্মচারীরা কেবল লুঠ করিত, কিছুই দয়া ভাবিত না । ইংলণ্ডে ক্লাইবকে জিজ্ঞাসা করা হইয়াছিল, কোম্পানির এরূপ আয় থাকিতেও, চির কাল এত অপ্রতুল কেন । তাহাতে তিনি এই উত্তর দেন, কোনও