পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Woo o বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ কাৰ্য্য সমাধা করিতে হইবেক । অতএব, তুমি আমার পুত্রের উপস্থিত উপনয়নসংস্কারের বিষয় কোনও স্থানে প্রকাশ করিও না । অহং প্রদুয়ে ভূশমাত্মজব্রতোৎসবপ্রকামাচরণং বিনা মুনে । বিহীনবিত্তো বিততেjংসবন্তর; প্রলব্ধবংশোদ্ভবপাবনাত্মজ: ॥ ১৮ ॥ আমি ভাগ্যগুণে পরম পবিত্র পুত্ররত্নলাভ করিয়াছি ; এবং তন্নিবন্ধন নিরস্তর অন্তরে অনিৰ্ব্বচনীয় আনন্দ অনুভব করিতেছি । কিন্তু ধনহীন বলিয়া, তদীয় উপনয়রূপ উৎসব উপলক্ষে, ইচ্ছানুরূপ ব্যয় ও সমারোহ করিতে পারিতেছি না ; এজন্য যৎপরোনাস্তি দুঃখিত হইতেছি । যতস্থযাত্রাগতমাত্মভাবিন বিমাধুনfরাধনয়াহুকম্পয়া । অত: শুভং মে পরমং স্বতস্য চাপ্ৰযত্নতঃ সেংস্থতি মানসং মুনে ॥ ১৯ ৷ হে দেবর্ষে । আপনি, অনুকম্পাগ্রদর্শনপূর্বক, বিনা আহবানে এ স্থানে উপস্থিত হইয়াছেন। অতএব, আমার পুত্রের পরম মঙ্গল লাভ হইবেক, এবং আমারও বিনা যত্নে মানস পূর্ণ হইল । অনেকবিজ্ঞাপনয়া বিনা মনোহপ্রফুল্লত। যাভবদস্তি স৷ ন মে । অনেকবিজ্ঞাতভবচ্ছভাগমাৎ পরং শুভং মেহদ্য তপোধনোত্তম ॥ ২০ ॥ পুত্রের উপনয়নরূপ উৎসব উপলক্ষে অনেককে আহবান করিতে না পারিয়া আমার অন্তঃকরণে যে অতিমহতী অপ্রফুল্লতা আবিভূত হইয়াছিল ; তোমার অতর্কিত শুভাগমনে তাহা এককালে অন্তহিত হইল ; আদ্য আমার কি শুভ দিন, বলিতে পারি না। ’ দয়ানিধে সম্প্রতি মাং প্রতি ক্ষমাং বিধায় বিশ্বেশবিলীনচেতসা | যথা ন জানন্তি জনা ইদং তথা বিধীয়তাং কৰ্ম্ম নিবেদনং মম ॥ ২১ ॥ এক্ষণে তোমার নিকট নিবেদন এই, যাহাতে আমার পুত্রের উপনয়নের কথা লোকে জানিতে না পারে, অামার প্রতি দয়া প্রকাশ করিয়া তাহা করিতে হইবেক । ত্বয়ৈব কল্যাণকুতা হিতাথিন স্বতস্ত যজ্ঞোপনয়স্ত বাসরে । সমেত্য সম্পাদ্যমচুগ্রহার্থিনোহধনস্ত স্থনো: শুভমাত্মনা মম ॥ ২২ ॥ আমি নিতান্ত নিঃস্ব ও অনুগ্রহাকাজী । অনুগ্রহপূর্বক, উপনয়নের দিবসে শুভাগমন করিয়া, পুত্রটিকে আশীৰ্ব্বাদ করিবে । তুমি আমার যার পর নাই হিতৈষী বন্ধু । তথাস্থিতি প্রোচ্য মুনিং মহামুনিদিবং জগামাণ্ড বিভূং বিভবয়ন। সমাগতস্তত্ৰ চ নির্জরাস্থরান নিবেদয়ামাস জগৎপতেব্ৰতম ॥ ২৩ ৷