পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বামনীখ্যানম্। ৬৫১ কশ্যপের এইরূপ নিবেদন বাক্য শ্রবণ করিয়া, তথাস্তু এই কথা বলিয়া, দেবর্ষি নারদ হরিস্মরণপূর্বক অবিলম্বে দেবলোক প্রস্থান করিলেন ; এবং তথায় উপস্থিত হইয়া, দেবগণ ও অসুরগণের নিকট বামনরূপী ভগবানের উপনয়ন বৃত্তান্ত বিজ্ঞাপন করিতে লাগিলেন । ক্রমাদসে নারদ আনিবেদয়ন মুরাসুরানাগমনায় তদ্‌গৃহে । মুনেঃ সুতস্তোপনয়ং মুনিমুদ জগাম সদ্যে জগদম্বিকালয়ে ॥ ২৪ ॥ নারদ ক্রমে ক্রমে, কশ্যপতনয়ের উপনয়ন সংস্কার উপলক্ষে, যাবতীয় সুরগণ ও আমুরগণকে নিৰ্দ্ধারিত দিবসে তদীয় ভবনগমনের নিমন্ত্রণ করিয়া, ত্রিলোকজননী জগদম্বার আলয়াভিমুখে প্রস্থান করিলেন । গত: স তত্ৰাখিললোকপালিনীং প্ৰণম্য পৃথ্বীপতিতোহতিভক্তিতঃ মুনেৰ্মনন্তৰ্যমুসিদ্ধয়ে মুনিনিজস্য তুষ্টাব চ লোকমাতরম্ । ২৫ ৷ তিনি তথায় উপনীত হইয়া, ভূতলে পতিত হইয়া, নিরতিশয় ভক্তিযোগসহকারে, অখিললোকপালয়িত্রী ভগবতীর চরণারবিন্দে প্রণাম করিয়া, নিজের ও মহর্ষি কশ্যপের মনোভিলাষ সিদ্ধ করিবার নিমিত্ত, স্তব করিতে লাগিলেন – অনাদিরাদির্জগতঃ শিবেহত তুস্ততুং শ্রয়ন্তী বিবিধাং জগত্তচু: | উপাসকগভীষ্টস্বসিদ্ধয়ে মতুর্মসি প্রসীদেতি ভবে ন মে জন্স: ॥ ২৬ ॥ জননি । তুমি নিজে অনাদি, কিন্তু জগতের আদিকারণ ; তুমি নিরাকার, কিন্তু জগতের হিতার্থে নানাবিধ আকার ধারণ কর ; তুমি উপাসকদিগের অভীষ্টসিদ্ধির নিদানভূত মন্ত্ররূপা ; কৃপা করিয়া, আমার প্রতি এরূপ প্রসন্ন হও, যেন আমায় সংসারে আtসিয়া আর জন্মপরিগ্রহ করিতে না হয় । বিপদ্বিমিধ্বংসিনি বিশ্বসম্পদাম্পদেহতিদুস্তারভবান্ধিতারকে । বিরিঞ্চিবিশ্বেশমহেশপূজিতে শিবেহনিশং মে মতিরস্থ তে পদে ॥ ২৭ ৷ হে বিপত্তারিণি তারিণি ! তোমার যে চরণারবিন্দ সৰ্ব্বসম্পদের আস্পদ, ফুস্তর ভবসাগরপারের তরণিস্বরূপ, বিরিঞ্চি নারায়ণ ও মহেশ্বর নিরস্তর যে চরণারবিন্দের অর্চনা করিয়া থাকেন, তোমার সেই ত্রিভুবনবন্দনীয় চরণারবিন্দে যেন সৰ্ব্বক্ষণ আমার মতি থাকে। জগদ্বিভিন্নে জগদাত্মিকে জগস্তুবাশ্রিতস্বত্রিগুণেইগুণেইগুণে । ত্বয়া দয়া দীনদয়োদয়ে ময়ি প্রকাশ্ব্যতাং সম্প্রতি সংস্থতিক্ষয়ে ॥ ২৮ ॥