পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

WとQbr বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ যৎকালে বামনরূপী ভগবান ধরাতলে চরণসঞ্চালন করিতে লাগিলেন, তখন লোকধাত্রী ধরিত্রী অভীষ্টফলপ্রদ তদীয় পদপঙ্কজস্পৰ্শলাভে চরিতার্থ হইয়া স্তব করিতে লাগিলেন ;– লয়েইলয়াশেষজগন্নয়ালয়ত্রিবিক্রমোৎকৃষ্টপরাক্রমোদ্ধতি: | কৃতী দতা যোদ্ধৃতিরস্থধেন সা ভবেদ্ধতির্মেহদ্য তবাজি ধারণাৎ ॥ ৫৪ ৷ হে ভগবন ! হে অবিনাশিন ! হে সমস্ত জগতের লয়স্থান ! হে ত্রিবিক্রম ! হে উৎকৃষ্ট পরাক্রম ! প্রলয়কালে বরাহমূৰ্ত্তি পরিগ্রহপূর্বক বিশাল দশনাগ্রভাগ দ্বারা সাগরগৰ্ত্ত হইতে আমার যে উদ্ধার করিয়াছিলে ; তাহাকে আমি উদ্ধার বলিয়া গণ্য করি না ; আদ্য তদীয় পদপঙ্কজস্পর্শলাভে আমার যে সংসারসাগর হইতে উদ্ধার হইল, তাহাই আমার প্রকৃত উদ্ধার । শিরঃসহস্ৰেণ বহুস্তানন্ত মে যমুগ্রভারং ভবভারমোচনম্। ন তেন মে সম্প্রতি কিন্তু তদ্ভবত্যসংশয়ং ত্বৎপদ ভারসম্ভ তঃ ॥ ৫৫ ॥ হে অনন্তরূপিন্‌ ! ভগবান তুমি যে শিরঃসহস্র দ্বারা আমার বিপুল ভার বহন করিতেছ, তাহাতে আমার ভবভার মোচন হইতেছে না ; কিন্তু অদ্য তোমার চরণভার বহন করিয়া নিঃসন্দেহ আমার সেই অভীষ্ট সিদ্ধ হইল । ক্রমাদসে কখপস্থঙ্কুবামনস্তদধ্বমধ্যস্থধুনীতটোপগঃ । অনাতরাসত্বরপারভাবনোহমুনায়কো নাবিকমব্ৰবীদিদম্ ॥ ৫৬ ॥ " ক্রমে ক্রমে বামনরূপী কশ্বপতন্য পথিমধ্যস্থ তরঙ্গিণীতটে উপস্থিত হইলেন, এবং আতরবিরহে সত্বর পার হইতে পরিবেন না এই ভাবনায় অভিভূত হইয়া, বিনীতবচনে নাবিককে কহিলেন,— অনাথকং মামধুনা স্বনাবিক হনর্থকং নিগুৰ্ণমাতরং বিনা । অনর্থদুঃখাতিশয়াপনোদনে ধুনীমিমাং তার নিঃসহোদরম্ ॥ ৫৭ ৷ অহে নাবিক ! আমি অনাথ, নির্ধন, নিগুৰ্ণ ; আমার আতর দানের সঙ্গতি নাই ; অতএব, তুমি দয়া করিয়া আমায় পার করিয়া দাও । স নাবিকোছবেক্ষ্য তিতীৰ্ষয়াকুলং তটস্থিতং বামনমীশ্বর পরম্। বিশুদ্ধচিত্তেী বিগতস্পৃহোইস্পতাং ধনে তমাহেতি নিবেদয়ন বচ: ॥ ৫৮ ৷ পার হইবার নিমিত্ত আকুলভাবে নদীতীরবত্তী বামনরূপী পরমেশ্বরকে নিরীক্ষণ করিয়া, নাবিকের অন্তঃকরণে নিরতিশয় বিশুদ্ধ ভাবের আবির্ভাব ও অর্থলোভের তিরোভাব হইল। তখন সে অর্থলাভে নিরাকাঙ্ক্ষ ভাব প্রদর্শনপূর্বক কহিল,—