পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বামনাধ্যানম \9{న বৃথার্থবাঞ্ছা বিগত স্থদুরতোইপ্যদূরত: পশুত ঐশ্বরং পরম্। বিশুদ্ধরূপং জগদুস্তুবাত্যয়ং ভবাত্যয়ো মেহভব তেহস্তৃিতীহনম্ ॥ ৫৯ ৷ হে অজন্মন! সম্মুখে অচিন্তনীয় অনিৰ্ব্বচনীয় ঈশ্বররূপ নিরীক্ষণ করিয়া, আমার অকিঞ্চিৎকর অর্থলাভবাসনা একবারে দূরীভূত হইয়াছে ; যাহাতে আমার ভববন্ধন মোচন হয়, তাহা করিলেই আমি চরিতার্থ হই । ততস্তিতাযুস্তবিমারুরোহ ত’ তথাস্থিতি প্রোচ্য ভবাম্বুধেস্তরি: । স বামনোহনীশ্বর ঈশ্বরঃ স্বয়ং পতাকিকেবাস্ত্য জয়স্ত জন্মনঃ ॥ ৬০ ॥ ভবসাগরতরণিরূপী ভগবান তথাস্তু এই বলিয়া, পার হইবার নিমিত্ত, নৌকায় আরোহণ করিলেন ; এবং নাবিকের ভবযন্ত্রণ জয়ের পতাকা উড়ডীয়মান হইল । প্রবুদ্ধতাপ্রাপ্তপরার্থসম্পদ। প্রযত্নতস্তেন পবঃ পুমানয়ম্। অবাতরত্তং তরিতশ্চ তারিত: ভবাম্বুধেনর্ণবিক উদ্ধরন ভবাৎ ॥ ৬১ ৷ ঈশ্বররূপদৰ্শনে তত্ত্বজ্ঞানের উদয় হওয়াতে, নাবিক পরমার্থলাভে চরিতার্থ হইয়া, পার করিয়া দিলে, ভবাণবনাবিক পরম পুরুষ, তাহাকে ভবসাগর হইতে উদ্ধার করিয়া, তদীয় তরি হইতে তীরে অবতীর্ণ হইলেন । ইতি ক্রমাদধ্বরভূমিমধ্বরেশ্বরোহমুরেশস্ত বলেরুপাগমং । অথাগত ব্রাহ্মণমণ্ডলান্তরস্থিতো ররাজেন্দুরিবোডুমধ্যগ: ॥ ৬২ ৷ যজ্ঞেশ্বর কশ্বপতনয় ক্রমে অস্বরেশ্বর বলির যজ্ঞভূমিতে উপস্থিত হইলেন এবং ব্রাহ্মণমণ্ডলের মধ্যস্থিত হইয়া, নক্ষত্রমণ্ডলমধ্যবৰ্ত্তী পূর্ণ শশধরের ন্যায় বিরাজমান হইতে লাগিলেন । সমাচরন্নধ্বরমুদ্ধরার্থকং বলিবিশেষেণ বিশেষদক্ষিণম্। প্রসহ চানন্দময়ং পরং যযৌ যথা বিবস্কোইত্র ততো বিমোচনাৎ ॥ ৬৩ ৷ বিরোচনতনয় বলি, পারলৌকিক মঙ্গললাভবাসনায়, সবিশেষ দক্ষিণাদান সহকারে, যজ্ঞানুষ্ঠানে প্রবৃত্ত হইয়া, বন্ধনমুক্ত বদ্ধ পুরুষের ন্যায়, নিরতিশয় আনন্দ লাভ করিলেন । অজানতোইপ্যস্য তদাগতং তদা বৃহত্তনোবিশ্বপতেধরাপতেঃ। প্রসহ যজ্ঞেশ ইহাবতিষ্ঠতে কৃপাভিরেবাস্য মনঃ প্রশংসতি ॥ ৬৪ । বিশ্বকায় বিশ্বপতির যজ্ঞস্থলে অধিষ্ঠান হইয়াছে, ইহা জানিতে না পারিয়াও, যজ্ঞেশ্বর দয়া করিয়া উপস্থিত হইয়াছেন, ইহা বলি রাজার অন্তকরণে প্রতীয়মান হইতে লাগিল ।