পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বামনাখ্যানম্। ৬৬১ বিলোক্য বেত্ত্যেনমিতি ক্ষিতীশ্বরোহবিনশ্বরে যঃ প্রভবোহভবে লয়: । স মে পুনর্জন্মনিবৃত্তয়েইধুন। ধনার্থিতামেত্য সমাগতোহপি বা ॥ ৭১ ৷ র্তাহাকে নয়নগোচর করিয়া, বলির অন্তঃকরণে এই প্রতীতি জন্মিল, র্যাহা হইতে স্থষ্টিকালে সমস্ত জগতের উদ্ভব হয়, যাহাতে প্রলয়কালে সমস্ত জগৎ লীন হয়, সেই অনাদি অবিনাশী পরমপুরুষ, ধনপ্রার্থনাচ্ছলে, আমার ভববন্ধন মোচনার্থে, যজ্ঞস্থলে উপস্থিত হইয়াছেন। নবো ন ব| বামনমানবো ন বা নবানবোদ্ভাবিসমুদ্ভবোহভব । ভবানপি জ্ঞানমনস্ত মামকং পুরাতন; কিন্তু পবঃ পুমানিতি ॥ ৭২ ॥ তখন তিনি বামনরূপী ভগবানকে সম্ভাষণ করিয়া কহিলেন, তোমায় দেখিয়া আমার এই বোধ হইতেছে, তোমায় যেরূপ বালক বা বামনরূপী দেখিতেছি, তাত তোমার প্রকৃত স্বরূপ নহে ; তুমি ভূত ভবিষ্যৎ বর্তমান যাবতীয় পদার্থের আদিকারণ অনাদি পুরুষ। দযাভিরেবাস্ত দমাময় ত্বয়াধ্ববস্ত ভূমাবিহ চেং সমাগতম । যথেষ্টমিষ্টাধিপতে শুর্থমর্থ্যতামমৃং তমান্তেতি বলিবিচক্ষণ ॥ ৭৩ ৷ অনন্তর কহিলেন, হে দয়াময়! যদি দয়া করিয়া এ অকিঞ্চনের যজ্ঞক্ষেত্রে অধিষ্ঠান করিয়াছ, তবে এ অনুগৃহীতের প্রতি অধিকতর অনুগ্রহ প্রকাশ করিয়া, ইচ্ছানুরূপ অর্থ প্রার্থনা কর । ততোহয়মন্তঃকরণাশয়াম্মুট ফুটকুতস্বাশয়দৈত্যপুঙ্গবম্। সমর্থয়ামাস পদত্ৰয়াস্পদাবনীমনীশে" মুনিভাবনামণি ॥ ৭৪ ৷ এ পর্য্যন্ত বামনরূপী ভগবান আপন অভিপ্রায় ব্যক্ত করেন নাই ; এক্ষণে দৈত্যরাজ আপন অভিপ্রায় ব্যক্ত করিবামাত্র, তিনি ত্রিপাদ ভূমিদান প্রার্থনা করিলেন। ক্ষিতীশ এতত্রিপদাস্পদার্থনাশয়ুং স্বয়ং বোদ্ধ ময়ং তদাক্ষম । বিচক্ষণোইপ্যাত্মন আদ্যবান্ধবানপুচ্ছদিত্যৰ্থমতীব ভাবিত ॥ ৭৫ ৷ বামনের ত্রিপাদ ভূমি প্রার্থন শ্রবণ করিয়া, বলি বিলক্ষণ বিচক্ষণ হইয়াও, স্বয়ং তাদৃশ প্রার্থনার অর্থবোধে অসমর্থ হইলেন, এবং সাতিশয় উৎকণ্ঠিত হইয়া, সন্নিহিত প্রধান বন্ধুদিগকে উহার তাৎপৰ্য্য জিজ্ঞাসা করিলেন । নৃপেণ পৃষ্ট অপি কেইপি বান্ধবা; ক্ষমা ন তস্যাশয়বোধনেহভবন। যথাত্মতত্ত্বাপ্ৰতিবোধিনো বিভোর্মনঃপ্রবৃত্তিপ্রতিবোধনেহক্ষমা: ॥ ৭৬ ৷ যেমন তত্ত্বজ্ঞানবিরহিত ব্যক্তিরা ঈশ্বরের মনের ভাব বুঝিতৃে অক্ষম হয়, সেইরূপ বলির বান্ধবগণ ত্রিপাদভূমিপ্রার্থনাবাক্যের তাৎপৰ্য্যব্যাখ্যায় সম্পূর্ণ অক্ষম হইলেন।