পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বামনাখ্যানম্। \8 ماری( মুষোচ্যতামিতাধুনা ত্বয়া ময় প্রতিশ্রতা দেয়তয়েতি নো ধরা। ধরাপতে ক্ষ্মাপতিতক্ষয়াত্মনোহন্যথেষ্যতে চেদশুভং পদে পদে ॥ ৮৩ ৷ মহারাজ ! যদি তোমার অক্ষত সাম্রাজ্যভোগের অভিলাষ থাকে, তাহা হইলে এই বামনকে বল, আমি ত্রিপাদভূমিদান অঙ্গীকার করি নাই ; নতুবা পদে পদে তোমার বিপদ ঘটিবেক । ন চানুতোক্তিমুনিভিবিগর্হিতা গবাং হিতে সজ্জনজীবরক্ষণে। বিবাহকৰ্ম্মণ্যপি কামিনীষু চাত্মনঃ সত্যং বৃত্তিবিনাশসস্তবে ॥ ৮৪ ৷ গোবধনিবারণার্থে, সজ্জনের প্রাণরক্ষার্থে, বিবাহস্থলে, স্ত্রীলোকের নিকট, এবং আপনার ও সাধুলোকের বৃত্তিবিনাশ সম্ভাবনা ঘটিলে, যদি কেহ মিথ্যা বলে, মুনির তাহাতে দোষকীৰ্ত্তন করেন নাই । ন চল্পিকায়োহযমকায় আকর; সকায়বিশ্বস্ত বিকারবর্জিত: | প্রকার একোহয়মকাররূপিণে নিকার আকার ইহৈব তে বলে ॥ ৮৫ ৷ এই বালককে যেরূপ খৰ্ব্বকায় দেখিতেছ, তাহ বাস্তবিক নহে ; ইনি নির্বিবকার ও বিশ্বপ্রপঞ্চের উদ্ভবস্থান ; তোমার দুর্গতিসম্পাদনের নিমিত্ত, ভূতভাবন ভগবান এই এক আকার পরিগ্রহ করিয়াছেন । অঘন্থনস্তোংকটবিক্রমে বটুবিশালমূৰ্ত্তা বিয়দাক্রমিযুতি । ক্ষিতিং পদৈকেন দিবং দ্বিতীয়তঃ পদ তৃতীয়স্য পদ: কুতো গতি ॥ ৮৬ ৷ এই বালকের বিক্রমের ইয়ত্তা নাই ; ইনি অতি প্রকাণ্ডমূৰ্ত্তি অবলম্বনপূর্বক নভোমণ্ডল, এক পাদ দ্বারা ভূমণ্ডল, অপর পাদ দ্বারা দেবলোক আক্রমণ করিবেন ; তৃতীয় পদের কোনও গতি দেখিতেছি না । ইতি ক্ৰবন্তং গুরুমিত্যয়ং গুরো যদুক্তমেতেধনুতং ন দূষণম্। বচস্তথোবাচ ন তেন বাধিতে যথাপ্রতিজ্ঞাপরিবাধিতোহম্ম্যহম্ ।। ৮৭ ৷ শুক্রাচাৰ্য্য এইরূপ কহিলে পর, বলি কহিলেন, স্থলবিশেষে অমৃতবচনে দোষ নাই, আপনি পূৰ্ব্বে যাহা কহিলেন, আমি তদনুসারে চলিতে সম্মত নহি ; আমি প্রাণান্তেও অঙ্গীকৃত প্রতিপালনে পরামুখ হইতে পারিব না। যদি প্রতিজ্ঞাপরিপালনেইক্ষম; ক্ষমামসেী বামন আবিধাস্ততি । • অবগুমেবং ন হি চেতং বচ: প্রপালিনো মে মুকুতং যশো ভবেৎ। ৮৮ ৷