পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বামনাখ্যানম্। \مانd& এই বালক ব্রাহ্মণরূপ ধারণ করিয়াছে, বাস্তবিক ব্রাহ্মণ নহে ; বিষ্ণু দেবতাদিগের হিতসাধন ও অসুরেশ্বরের অহিতসম্পাদনের নিমিত্ত, কপটময়ী বামনমূৰ্ত্তি পরিগ্রহপূর্বক উপস্থিত হইয়াছেন। বধোহস্ত কায্যে। দ্বিষতাং দিবোঁকসাং দ্বিষদ্ভিরশ্মাভিরপীহ ভূমিপঃ। অবশুরক্ষ্যঃ প্রভুর্যে রক্ষিত সমাশ্রিতানাং প্রভুমঙ্গলং শুভম্।। ৯৫ ৷ দেবতার। আমাদের চিরকালের পরম শত্রু ; অতএব, এই দেবপক্ষ বামনের প্রাণবধ করা আমাদের কৰ্ত্তব্য ; সর্বপ্রযত্নে প্রভুর রক্ষা করা আবশ্বক, প্রভুমঙ্গলেই আশ্রিত বর্গের মঙ্গল । ইতি প্রবুধ্যাস্কররাট্রসমাশ্রিত গদাঙ্কুশোদ গ্রক্লপাণপাণয়: । নিহন্তুমীয়ুনিহতাগিলামুরং স্নবেশ্ববং বামনমজ্ঞদানবt: ॥ ৯৬ ৷ এই স্থির করিয়া, বলি রাজার আশ্রিত অজ্ঞ দানববর্গ, গদা অঙ্কুশ কৃপাণ প্রভৃতি অস্ত্র গ্রহণপূর্বক, বামনরূপী ভগবানের প্রাণবধে উদ্যত হইল । ততো যুযুৎস্থমস্থরান সমাগতfনতাড়য়ন বামনপার্ষদা ক্রুধা । স্বনন্দনন্দাদয় আগতা: ক্ষণাদ্যথাস্থদান যাম্যবৃহৎসমীরণা; i ৯৭ ৷ অসুরের এইরূপ রণসজ্জা ধারণ করিলে, নন্দ সুনন্দ প্রভৃতি বামনপারিষদগণ তৎক্ষণাৎ তথায় উপস্থিত হইলেন, এবং প্রবল দক্ষিণবায়ু যেমন ক্ষণকালমধ্যে জলদমণ্ডলকে ছিন্ন ভিন্ন করে, সেইরূপ বামনবিরোধী দৈত্যদলকে অবিলম্বে ঘোরতর প্রহার করিতে লাগিল । আয়ং দদশাস্ত কলেবরে বরে বলিস্তিদানীং ভবভীহরে হরে: । সমস্তবিশ্বং ভূবনেশ্বরেশ্বরে হনস্তরূপেণ সদা ধরাধবে ॥ ৯৮ ৷৷ যিনি অনস্তরূপে ফণমগুলোপরি ধরামণ্ডল ধারণ করিয়া আছেন, র্যাহার প্রসাদে জীবনিবহের ভবভয় নিবারণ হয়, যিনি সৰ্ব্ব ভুবনের ঈশ্বর মহাদেবেরও ঈশ্বর, বলি সেই বিশ্বপতির কলেবরে সমস্ত বিশ্ব অবলোকন করিলেন । পদোরপশ্বাত্তলয়ে রসাতলং জগৎপ্ৰভোশ্চাস্ত মহীং পদে পদে । স্বমুদ্ধৱিষ্যত্যভয়াম্পদে পদ প্রদত্তমূদ্ধানময়ং দমোদয়ে ॥ ৯৯ ৷ প্রথমতঃ পদতলে রসাতল ও পদদ্বয়ে ভূমণ্ডল অবলোকন করিলেন ; অবশেষে অভয়প্রদ তৃতীয় পদে স্বয়ং মস্তক সমর্পণ করিয়া আছেন, দেখিতে পাইলেন । অনীহমানো মূধমেষ ভিক্ষুণেশ্বরেণ বৈ বামনরূপধারিণী । বলিস্তদঙ্গামরতাড়িতানিদং পুনযুযুৎস্থনবদম্বচোহন্থরান ॥ ১০০ ৷ br8