পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিষ্কৃতিলাভপ্রয়াস \ኃፃፃ কিছু দিন পরে, তিনি পুনরায় কলিকাতায় আগমন করিলেন। কি জন্যে আসিয়াছেন, এই জিজ্ঞাসা করাতে, তিনি বলিলেন, বাবা ! তুমি আমার অন্ন বস্ত্রের ক্লেশ দূর করিয়াছ। আর এক বিপদে পড়িয়া, পুনরায় তোমায় জ্বালাতন করিতে আসিয়াছি। এই বলিয়া, তিনি অশ্রুপূর্ণ নয়নে বলিতে লাগিলেন, অমুকের অত্যাচারে আমি আর বাটতে তিষ্ঠিতে পারি না। বিশেষতঃ, পাড়ার স্ত্রীলোকেরা আমাদের বাটতে আসিলে, তাহাদের সমক্ষে, তিনি অকারণে আমার এত তিরস্কার করেন যে, প্রাণত্যাগ করিতে ইচ্ছ। হয়। অনেক ভাবিয়া চিন্তিয়, অবশেষে তোমার নিকটে আসিলাম । তখন আমি বলিলাম, মা ! আপনকার এ অমুখের নিবারণ করা আমার ক্ষমতার বহিভূত। কিয়ৎ ক্ষণ কথোপকথনের পর, আমি বলিলাম, আপনি যেরূপ বলিতেছেন, তাহাতে আর আপনকার সংসারে থাকিবার কোনও আবশ্যকতা লক্ষিত হইতেছে না। আমার বিবেচনায়, অতঃপর কাশীবাস করাই আপনকার পক্ষে সৰ্ব্বাংশে শ্রেয়ঃ । আমার পিতৃদেব কাশীবাসী হইয়াছেন ; যদি মত করেন, আপনাকে তাহার নিকটে পাঠাইয়। দিই । তিনি বাস। স্থির করিয়া দিবেন ; সৰ্ব্বদা তত্ত্বাবধান করিবেন ; আপনকার পরিচর্য্যার নিমিত্ত, ব্রাহ্মণকন্যা স্থির করিয়া দিতে পরিবেন ; তাহার নিকট হইতে মাস মাস দশ টাকা পাইবেন ; যেরূপ শুনিতে পাই, তাহাতে মাসিক দশ টাকাতে, সেখানে সচ্ছন্দে দিনপাত করিতে পরিবেন । তিনি সম্মত হইলেন ; তাহাকে কাশীতে পাঠাইয়া দিলাম। তিনি অদ্যাপি কাশীবাস করিতেছেন ; এবং, আমার নিকট হইতে, মাস মাস, দশ টাকা পাইতেছেন। একদl, তর্কালঙ্কারের পত্নী ও বিধবা মধ্যম। কন্যা কুন্দমালা কলিকাতায় আসিলেন । এক দিন কুন্দমালা, তাহার জননীর সমক্ষে, আমায় বলিল, দেখ, কাকা । পিতা অনেক টাকা রাখিয়া গিয়াছিলেন ; মা বুঝিয়া চলিলে, আমাদের সচ্ছন্দে দিনপাত হইতে পারিত। কিন্তু উনি বিবেচনা করিয়া চলিতেছেন না, সকলই উড়াইয়া ফেলিতেছেন। আর কিছু দিন পরে, আমাদিগকে অন্ন বস্ত্রের ক্লেশ পাইতে হইবেক । উহার অদৃষ্টে যাহা আছে, আমার যে অবস্থা ঘটিয়াছে, তাহাতে আমি অধিক দিন বঁচিব না ; স্বতরাং, অধিক দিন, তোমায় আমার ভার বহিতে হইবেক না । কিন্তু এক্ষণে যেরূপ দেখিতেছি, তাহাতে অন্ততঃ আর বিশ বৎসর আপনি বাচিবেন । তখন ইহা বুঝিতে পারিলে, আমি আপনাকে মাস মাস দশ টাকা দিতে সম্মত হইতাম না । এই কথা শুনিয়া, তিনি হাস্ত করিতে লাগিলেন । আঠার বৎসর হইল, তাহার সহিত এই কথোপকথন হইয়াছিল। তিনি অদ্যাপি বিদ্যমান রহিয়াছেন। এ দেশে থাকিলে, তিনি এত দিন জীবিত থাকিতেন, কোনও ক্রমে এরূপ প্রতীতি হয় না।